মামুন মোল্লা (খুলনা) ঃ খুলনার দাকোপ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক জাকির হোসেনকে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে দুবৃত্তরা রোজা থাকা অবস্হায় এই সন্ত্রাসী হামলার ঘটনার তিব্র ও প্রতিবাদ সহ আইনের আওতায় এনে দোসীদের সাস্তির দাবী জানিয়েছেন ঐতিহ্যবাহী দাকোপ প্রেসক্লাবের গনমাধ্যম কর্মিরা।
সাংবাদিক জাকির হোসেন জানান কৈলাশগঞ্জ এলাকার সন্ত্রাসী হানিফ ফরাজির নির্দেশে নাসিস ফরাজি ও ইসমাইল ফরাজী দাকোপ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক জাকীর হোসেনেকে এলোপাতাড়ী পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে।
বর্তমান সে দাকোপ উপজেলা স্বাস্হ্য কমপ্রেস্ক এ চিকিৎসাধীন রয়েছেন।
এই সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে ও অতি বিলম্বে আইনের আয়োত্বে দোসীদের শাস্তির দাবী জানিয়ে ও সন্তাসী হামলার প্রতিবাদ জানিয়ে ঐতিহ্যবাহী দাকোপ প্রেসক্লাবের পক্ষ থেকে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে বিবৃতি দিয়েছেন দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন,ভুইয়া,সহসভাপতি যুবায়ের রহমান লংকন,সহসভাপতি কুমারেশ বিশ্বাস,সাধারন সম্পাদক মোজাফার হোসেেন,সহ সাধারন সম্পাদক শামীম হোসেন,কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম খান মনি,
দপ্তর সম্পাদক জিএম আজম,মজনু ফকির,পরুল বেগম,সাবেক সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল,সাবেক সিনিয়র সহসভাপতি স্বপন কুমার রায়, আজগর হোসেন ছাব্বির, জিএম রেজা গবিন্দ বিশ্বাস,তুষাস দাস,গাজী আবুল বাশার,দিপক রায়,আবুল বাশার,দিপক সরদার,বিধান চন্দ্র ঘোষ,এসএম মামুনুর রশীদ,সোহাগ আহমেদ,জয়ন্ত রায়,প্রবীর রায় বাপ্পী,গাজী সরোয়ার হোসেন প্রমুখ।