নিজস্ব প্রতিনিধি ঃ বৃহস্পতিবার ২১ এপ্রিল, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় এর উদ্যোগে ময়মনসিংহ জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আতিকুর রহমান এর নেতৃত্বে ময়মনসিংহ সিটি কর্পোরেশনস্থ নতুন বাজার এলাকায় মনিটরিং কার্যক্রম সম্পন্ন করা হয়, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
উক্ত মনিটরিং টিমে ক্যাব ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক জিএম ফিলিপ রহমান ও ক্যাব এর অন্যান্য নেতৃবৃন্দ, ময়মনসিংহ সদর উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক মাহবুব হোসেন, বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনিটরিং কালে নতুন বাজারের বিভিন্ন ফলের দোকান, ইফতার সামগ্রী তৈরির দোকান, মুদির দোকান, মাংস বাজার, মাছ বাজার, দই-মিষ্টির দোকান, সবজি-কাঁচা বাজার পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হলে সেই অনুযায়ী নির্দেশনা প্রদান করা হয়। সবাইকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ মেনে চলার আহ্বান জানানো হয়।
জনসাধারণকে সচেতন করতে বিভিন্ন নির্দেশনাবলি সংবলিত লিফলেট বিতরণ করা হয়৷ জনস্বার্থে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।