মেয়র আঞ্জুমান আরার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগসহ তার অপশরনের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত

Uncategorized আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী-লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেন,নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ,যুবলীগ,তাতীলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।আজ (২৮ এপ্রিল) বৃহস্পতিবার বেলা ১১ টায় নড়াইল প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নিলয় রায় বাধন,পৌর-ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি উচ্ছাস আলম ও সাবেক ছাত্রনেতা ফাইনুল ইসলাম শাওনের বিরুদ্ধে দুর্নীতিগ্রস্থ পৌর-মেয়র কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে নেতাকর্মিগণ বক্তব্য দেন।এসময় বক্ত’রা,মেয়রকে দুর্নীতিগ্রস্থ বলে দাবি করে অবিলম্বে সাবেক সফল ছাত্রনেতাদের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান,তা না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহন করা হবে বলেও হুশিয়ারি দেন মানববন্ধনে।এসময় বক্তব্য রাখেন,যুবলীগ নেতা এস এম ফয়সাল সাদি,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিঠুন বিশ্বাস রাজু,জেলা ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক আল-আমিন মোল্যা,নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের হিসাববিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাবেক সভাপতি সুজন মোল্যা প্রমূখ।মানববন্ধন শেষে নেতাকর্মিগণ জেলা প্রশাসক এর কাছে স্বারকলীপি প্রদান করে।নড়াইল পৌর-সভার মেয়র ও জেলা আওয়ামী-লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে নড়াইল নিউজসহ সাংবাদিকদের জানান,আমি কোন অনিয়ম বা দুর্নীতির সাথে জড়িত নয়,আমরা পৌর পরিষদের পক্ষ থেকে ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য আল্টিমেটাম দিয়েছিলাম আজ দুপুরে সে সময় শেষ হচ্ছে। এর মধ্যে আসামী গ্রেপ্তার না হলে পৌরসভার সেবা সমূহ বন্ধ করার মত কঠোর কর্মসূচি দেয়া হবে।এদিকে,আনঞ্জুমান আরার অভিযোগ,গত ২৬ এপ্রিল শহরের পুরাতন বাসটার্মিনালে পৌরসভার অস্থায়ি কার্যালয়ে পৌরসভার ১৪২৯ সালের হাট-বাজার,টার্মিনাল ইজারা সংক্রান্ত সভা চলছিল।দুপুর ১টা ৩০ মিনিটের দিকে জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নিলয় রায় বাঁধনসহ ৮/১০ মেয়রের কার্যালয়ে অগ্নেয়স্ত্রসহ প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগালি করে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এসময় চাঁদার দাবিতে মেয়রকে হত্যাসহ পৌরসভায় প্রবেশ করতে না দেয়ার হুমকি দেয়া হয় বলেও অভিযোগ করেন মেয়র।এ ঘটনায় তাৎক্ষনিক পৌর পরিষদ জরুরুী সভায় ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান।এ ঘটনায় উচ্ছাস,শাওন ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নিলয় রায় বাঁধনসহ অজ্ঞাত ৮/১০ জন কে আসামি করে ওই দিন রাতেই মেয়র বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় ২৭ এপ্রিল জেলা প্রশাসকের নিকট দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবিতে স্মারক লিপি প্রদান করেন পৌর পরিষদ।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় উচ্ছাস,শাওন ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নিলয় রায় বাঁধনসহ অজ্ঞাত ৮/১০ জনকে দায়ি করে ওই রাতেই মেয়র বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


বিজ্ঞাপন