সুমন হোসেন (যশোর) ঃ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত বেনীপুর বিওপির টহলদল গত বুধবার ২৭ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্য লাইন হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পিপুলবাড়ীয়া গ্রামের লিচু বাগানের মধ্যে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে বিজিবি টহলদল উল্লেখিত স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১.৬৭৯ কেজি ওজনের ছোট-বড় মোট ৯টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১,১৬,৬৬,১০৯ (এক কোটি ষোল লক্ষ ছেষট্টি হাজার একশত নয়) টাকা।
উদ্ধারকৃত স্বর্ণের বারসমূহ মহেশপুর থানায় মামলা দায়েরসহ তদন্ত কর্মকর্তার সমন্বয়ে ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

👁️ 2 News Views
