সরিষাবাড়ীতে মহাদান ইউনিয়ন ফোরামের উদ্যোগে ৩ শত কোরআন শরীফ বিতরণ

Uncategorized অন্যান্য

সরিষাবাড়ী ( জামালপুর ) প্রতিনিধি ঃ কোরআনের আলোয় আলোকিত হোক এ বসুন্ধরা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাহে রমযান উপলক্ষে-মহাদান ইউনিয়ন ফোরামের উদ্যোগে ৩ শত কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। জামালপুরের সরিষাবাড়ীর মহাদান ইউনিয়নের বিভিন্ন এতিম খানা, হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদে আজ শুক্রবার ২৯ এপ্রিল সকালে এ কোরআন শরীফ বিতরণ করা হয়।

জানা যায়, উপজেলার মহাদান ইউনিয়নের বিভিন্ন জামে মসজিদ, হাফিজিয়া মাদ্রাসা, এতিম খানায় মহাদান ইউনিয়ন ফোরামের উদ্যোগে ৩ শত হাফেজ, এতিম, দ্বীনি শিক্ষার্থী ও ধার্মিক মানুষের মাঝে কোরআন শরীফ দেওয়া হয়। মহাদান ইউনিয়ন ফোরামের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ আবু তাহের নিজে এসব কোরআন শরীফ হাফেজ, এতিম ও ধার্মিক মানুষের হাতে তুলে দেন।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. মোজাম্মেল হক, অ্যাড. বেলাল হোসেন, ব্যাংকার আল-আমিন, সুলতান মাহমুম, মোঃ জলিল হোসেন, মাওলানা রেজাউল করিম ও হাবিবুর রহমান প্রমুখ।


বিজ্ঞাপন