ঈদের দিনেও প্রিয় পরিবার থেকে শত মাইল দূরে নিয়মিত কর্তব্য পালন করেছেন বিজিবির সৈনিকরা

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ ঈদের দিনেও প্রিয় পরিবার থেকে শত মাইল দূরে নিয়মিত কর্তব্য পালন করেছেন বিজিবির সৈনিকরা। এই ত্যাগেও আনন্দ আছে।

এক আশ্চর্য পরমানন্দ। দেশমাতৃকার জন্য এই আত্মত্যাগের সৌভাগ্য সবার হয় না, সেই সৌভাগ্যবান সৈনিকদের সাথে এবার ঈদের আনন্দ ভাগাভাগি করার পরিকল্পনা করেছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ এসপিপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি।

বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরের কর্মকর্তা বলেই হয়তো মেজর জেনারেল সাকিল সৈনিকদের প্রতি একটু বেশি সহানুভূতিশীল।

সৈনিকদের এই বিরল ঈর্ষণীয় ত্যাগের খবর দেশবাসীকে জানাতে প্রথম সারির ৩টি টেলিভিশনের সাংবাদিক সাথে নিয়ে আজ রাঙ্গামাটির দুর্গম বরকল ব্যাটালিয়নের প্রত্যন্ত একটি সিআইও ক্যাম্পে যাওয়ার কথা ছিল বিজিবি প্রধানের।

সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল।
তেজগাঁও বিমানবন্দরের হেলিপ্যাডে হাজির হয়েছিলেন সাংবাদিক ও বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা।
কিন্তু বাধ সাধ খারাপ আবহাওয়া। কালবৈশাখী, বজ্রসহ বৃষ্টির কারণে হেলিকপ্টারের উড়ান সম্ভব হয়নি।


বিজ্ঞাপন