নড়াইলে নির্বাচনকে কেন্দ্র করে,রফিকুল মেম্বারের সমর্থকদের উপরে হামলার অভিযোগ

Uncategorized অপরাধ

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল সদর উপজেলার মাইচপাড়া ইউনিয়নের মাইচপাড়া বাজারে নির্বাচনকে কেন্দ্র করে (৫ মে) বৃহস্পতিবার রাত ৮ ঘটিকার সময় বর্তমান মেম্বার মো:রফিকুল মোল্যার সমর্থকদের উপরে হামলা চালায়,মো:লিটন শেখ এর সন্ত্রাসী বাহিনি বলে অভিযোগ করেন,বর্তমান মেম্বার মো:রফিকুল মোল্যা।২নং কাঠালবাড়িয়া ওয়ার্ডের মেম্বার মো:রফিকুল মোল্যা এ প্রতিবেদককে অভিযোগ করে জানান,আমাকে প্রথমে আমাদের চেয়ারম্যান মো:জসিম মোল্যা ফোন করে বলে মাইচপাড়া বাজারে মারামারি হচ্ছে তুমি ঠেকায় দিয়ে যার যার বাড়ি পাঠিয়ে দাও পরে বসে মিটিয়ে দিবানি কি হয়েছে,বল্লে আমি সাথে সাথে বাজারে গিয়ে দেখি ঝামেলা শুরু হয়েছে,সবাইকে বুঝিয়ে যার যার বাড়ি পাঠিয়ে দেই এবং কিছু সময় পরে চিৎকার চেচামেচি শুনে দৌড়ে এগিয়ে গিয়ে দেখি,আমার সমর্থক’রা বাড়ি যাওয়ার সময় আমার স্বজনসহ সমর্থক,নজরুল ইসলাম এর ছেলে তারিকুল ইসলাম (৩৬),মৃত,হারেজ মোল্যার ছেলে আকরাম মোল্যা (৫৫),কাঠালবাড়িয়া গ্রামের রাজ্জাক মোল্যার ছেলে মো:ওমর মোল্যা (৪০),নজরুল মোল্যার ছেলে স্বাধীন মোল্যা (২৩),আবজাল মোল্যার ছেলে তুরাপ মোল্যা (৪৩),রাজ্জাক মোল্যার ছেলে উসমান মোল্যা (৩৪),আবজাল মোল্যার ছেলে ছুরাপ মোল্যা (৪৩),কামরুল মোল্যার ছেলে অন্ত হাসান (১৮) কে রাম-দা,ছ্যান-দা,চাপাতি,হাতুড়ী,লোহার রড দিয়ে এলোপাতাড়ী ভাবে কুপিয়ে ও পিটিয়ে গ্রুতর আহত করে পালিয়ে যায়,লিটন শেখ এর গ্রুপের রানা সরদার,পিং-রিজাউল সরদার,গ্রাম-তারাশি,হৃদয় মোল্যা,পিং-হারুন মোল্যা,গ্রাম-তারাশি,লিটন শেখ পিং-সত্তার শেখ,গ্রাম-কাঁঠালবাড়িয়া,জসিম সোল্যা, পিং-মৃত,গোলায় মোল্যা গ্রাম-তারাশি,আকাশ মোল্যা পিং-মুরাদ মেল্যা,গ্রাম-তারাশি,তুহিন শেখ,
পিং-মৃত-মুনছুর শেখ,গ্রাম-সলুয়া,রাসেল সিকদার,পিং- আছাদ সিকদার,গ্রাম-মাইজপাড়া,নয়ন মোল্যা, পিং-বিল্লাল মোল্যা,গ্রাম-তারাশি,মজনুু,পিং-রুপ মিয়া,গ্রাম-তারাশি,সিপন শেখ,পিং-আলফু শেখ,গ্রাম-সলুয়া,হাবিবুল্লাহ শেখ,পিং-মৃত আলতু শেখ,গ্রাম-সলুয়া,সাগর মোল্যা,পিং-মৃত,মোসলেম মেল্যা,গ্রাম-কাঠালবাড়িয়া,থানা ও জেলা নড়াইল সহ আরো অনেকে এ নেক্কার জনক হামলা চালায়।এসময় আমিসহ স্থানীয়’রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করি।পরে তারিকুল ইসলাম ও আকরাম মোল্যা মাথায় গ্রুতর যক্ষম হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি করে বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেই।মেম্বার মো:রফিকুল মোল্যা আরো জানান,আমার সাথে লিটন শেখ এর নির্বাচন নিয়ে দন্ধ আমি নির্বাচন করে জয়ী হয়েছি,লিটন শেখ এর গ্রুপ জয়ী হতে পারেনি এবং আগামি নির্বাচনে লিটন শেখ নিজেই আমার সাথে প্রতিদন্দিতা করবে বলে আমার সমর্থকদের সাথে উল্টাপাল্টা কথা বার্তা বলে সংঘর্স বাধাতে চেষ্টা করে সব সময়,এসব নিয়ে কথা কাটাকাটি হতেই থাকে এবং লিটন শেখ এর সমর্থক’রা সব সময় আমার সমর্থকদের সাথে খারাপ ব্যবহার ও সংঘর্ষে চেষ্টা করে বলেও জানান।মো:ওমর মোল্যা অভিযোগ করে বলেন,আমার মামা ও মামাতো ভাইদেরকে লিটন শেখসহ তার সন্ত্রাসী বাহিনি আগে থেকে ওৎপেতে থেকে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে হামলা চালায় বলেও জানান।মো:ওমর মোল্যা বাদি হয়ে এ হামলার ঘটনায় নড়াইল সদর থানায় অভিযোগ দায়ের করেন।এবিষয়ে,মাইচপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো:জসিম মোল্যা জানান,আমি খবর শুনে শুক্রবার সকালে হাসপাতালে গিয়ে দেখি দুই জন হাসপাতালে ভর্তি,দুই পক্ষ যদি আমাকে মিমাংশার জন্য ডাকে তাহলে আমি মিমাংশা করে দিব,না ডাকলে আইন আইনের গতিতে চলবে এবং সঠিক তদন্ত করে দোশীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হোক বলেও জানান। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওকত কবীর জানান,মাইজপাড়া বাজারে হামলার ঘটনার অভিযোগ পেয়েছি,আসামিদের আটক করতে অভিযান চলছে।


বিজ্ঞাপন