নগরবাসীর জীবন ও সম্পদ নিরাপদ রাখতে কাজ করে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রাম মহানগরীতে সিএমপি’র বন্দর বিভাগের অভিযানে নিবন্ধনহীন গাড়ি চালানো,হেলমেটবিহীন বাইক চালানো, বেপরোয়াভাবে বাইক চালানো , মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, অপ্রাপ্তবয়স্ক চালক কর্তৃক বাইক চালানো, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালানো এবং ট্রাকে করে উচ্চ শব্দে লাউডস্পিকারে গান বাজানোর অপরাধে ঈদ- উল-ফিতর ও তার পরবর্তী সময়ে মোট ২৯ টি মামলা, ৬৫,৫০০ টাকা জরিমানা, ৩৮ জন ব্যক্তি এবং ১৭ টি যানবাহন এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়।

অপ্রাপ্তবয়স্ক চালক কর্তৃক বেপরোয়া বাইক চালানোর অপরাধে সিএমপি’র হেফাজতে থাকা শিশুদের অভিভাবকদেরকে ডেকে তাদের জিম্মায় প্রদান করা হয়।

এবং অভিভাকগণ যাতে ভবিষ্যতে আরও সচেতন হন সে বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। নগরবাসীর জীবন ও সম্পদ নিরাপদ রাখতে কাজ করে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।


বিজ্ঞাপন