শরীয়তপুরে মটরসাইকেল চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার ও ২ টি চোরাই মটরসাইকেল উদ্ধার

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ বুধবার ১১ মে, বেলা ১১ টায় শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে জেলা পুলিশের কর্মতৎপরতায় মটরসাইকেল চুরির চোরচক্রের ৫ (পাঁচ) সদস্য গ্রেফতার ২ (দুই) টি চোরাই মোটরসাইকেল উদ্ধার সম্পর্কে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ সাইফুর রহমান পিপিএম,( প্রসাশন ও অর্থ) শরীয়তপুর।

শরীয়তপুর জেলার পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ( নড়িয়া সার্কেল), এস এম মিজানুর রহমানের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা ও নড়িয়া থানার অফিসার ও ফোর্সদের সহায়তায় শরীয়তপুর জেলার বিভিন্ন থানা এলাকায় হতে আলমাছ খাঁ (২৫) পিতা ঈমান হোসেন খাঁ, থানা- পালং, অপূর্ব (৩০) পিতা এনামুল হক খাঁ, থানা- পালং, সজিব (২০) পিতা জাহাঙ্গীর প্রধানীয়া, থানা- সখিপুর, সিয়াম ফকির (২০) পিতা সিদ্দিক ফকির, থানা- নড়িয়া এবং সুমন ফকির (২৬) পিতা আবুল কাসেম ফকির, থানা- পালং, উভয় জেলা- শরীয়তপুরদের তথ্যের ভিত্তিতে একটি ডিসকভার ১১০ সিসি ও একটি আরটিআর ১৫০ সিসি চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ গ্রেফতার করা হয়েছে।

সিডিএমএস পর্যালোচনা করে দেখা গেল আসামীদের বিরুদ্ধে শরীয়তপুরসহ বিভিন্ন জেলায় মটরসাইকেল চোরের মামলা কোর্টে বিচারাধীন

পরবর্তী জিজ্ঞাসাবাদে তারা যে সংঘবদ্ধ চোরচক্রের সদস‍্য এটা স্বীকার করে এবং তাদের নাম-ঠিকানা প্রকাশ করে।
গ্রেফতারকৃত ৫ (পাঁচ) আসামীকে কোর্টে প্রেরন করা হয়েছে।


বিজ্ঞাপন