খুলনা শিপইয়ার্ড লিমিটেডে বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য নির্মিত বিভিন্ন জলযান হস্তান্তর

Uncategorized জাতীয়

মামুন মোল্লা (খুলনা) ঃ বুধবার ১১ মে, দুপুর ১২টা ৫ মিনিটের সময় খুলনা শিপইয়ার্ড লিমিটেডে অনুষ্ঠিত বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য নির্মিত ২ টি টাগ বোট, ৬ টি হাই স্পীড বোট, ১ টি ফ্লোটিং ক্রেন এবং নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে নির্মিত ১ টি ইনশোর প্যাট্রোল ভেসেল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান, এম.পি।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন, ঢাকাস্থ নেদারল্যান্ড দুতাবাসের মান্যবর রাষ্ট্রদূত অ্যান ভেন লিউইন; খুলনা নেভাল এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম. আনোয়ার হোসেন, এনজিপি, পিসিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি; বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী, খুলনা শিপইয়ার্ড লিমিটেডের কমোডোর এম শামসুল আজিজ (এল), এনজিপি, পিএসসি, বিএন, এমডি, কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, বিপিএম (বার); পিটিসি, খুলনার ডিআইজি (কমান্ড্যান্ট) মহাঃ আশরাফুজ্জামান, বিপিএম-সহ খুলনাস্থ সামরিক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারী ও বেসরকারী প্রশাসনিক শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন