কেএমপির মাদক বিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল সহ ৪ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

মামুন মোল্লা ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৫৪৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৬ বোতল ফেন্সিডিল, ১০০ গ্রাম গাঁজা এবং ১ টি মোটর সাইকেল উদ্ধার সহ ৪ (চার) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশ মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী সেলিম গাজী (৩৬), পিতা-মৃত: আঃ মালেক গাজী, সাং-রূপসা স্ট্যান্ড রোড নতুন বাজার, থানা-খুলনা, মোঃ দিলদার@দিদার (৩৫), পিতা-মৃত: সৈয়দ আলম@আলম বাবু, সাং-পূর্ব সোনারপাড়া, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, মোঃ ওহিদুল ইসলাম@কালু (৩৫), পিতা-মৃত: আনসার সরদার, সাং-সাহস নওয়াকাঠি, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা, এ/পি সাং-বানরগাতি আরামবাগ পানির পাম্পের পাশে, থানা-সোনাডাঙ্গা মডেল এবং মোঃ সুমন সরদার (৩৫), পিতা-মোঃ মজিবর রহমান সরদার, সাং-মঙ্গলেরহাট বাজার, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-মাহাতাব উদ্দিন সড়ক, থানা-খানজাহান আলী, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৫৪৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, দৌলতপুর থানা পুলিশ কর্তৃক ৮৬ বোতল ফেন্সিডিল এবং ১টি মোটর সাইকেলসহ অজ্ঞাতনামা পলাতক মাদক ব্যবসায়ীদের নিকট হতে উদ্ধার করা হয়েছে।

এ সংক্রান্তে পলাতক অজ্ঞাতনামা ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন