কুটনৈতিক বিশ্লেষক ঃ রাশিয়ান কার্গো শিপ Lady Mariia (IMO: 9220641) এ করে মায়ানমারের Thilwa পোর্টে প্রায় ২০০ টন সমরাস্ত্রের চালান খালাস হয়েছে। 
রাশিয়ান কার্গো শিপটি গত ২রা মে ভারতের কুচি বন্দরে নোঙ্গর করে, সেখান থেকে সরাসরি মায়ানমারে প্রবেশ করেছে। 
অস্ত্রের চালান খালাস করার সময় বার্মিজ বিমান বাহিনীর কয়েকজন কর্মকর্তাকেও বন্দরে দেখা যায়। 
রাত প্রায় সাড়ে এগারোটার দিকে প্রায় ২০০টি বার্মিজ মিলিটারী ট্রাকে করে এই অস্ত্রের চালান বন্দর থেকে নিয়ে যাওয়া হয়।

👁️ 8 News Views
