ডিএনসি চাঁদপুর কর্তৃক ১৮ কেজি গাঁজা সহ ৩ জন গ্রেফতার

Uncategorized অপরাধ

নিজস্ব প্রতিনিধি ঃ গত মঙ্গলবার ১৭ মে, ১০ টা হতে ১০ টা ৪০ মিনিট পর্যন্ত পরিদর্শক বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন বাসস্ট্যান্ডস্থ ফয়সাল শপিং কমপ্লেক্সস্থ এর পূর্ব পাশ্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে ৩ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়, গ্রেফতার কৃত মাদক ব্যাবসায়ীদের নাম ও ঠিকানা যথাক্রমে, ছকিনা বেগম (৩৫) স্বামী- মোঃ হাসান মিয়া পিতা- মৃত ছিদ্দিক মিয়া
মাতা- খোরশেদা বেগম, মোঃ সোহাগ (২২) পিতা- আবুল কাশেমমাতা- পেয়ারা বেগম এবং মোঃ সহিদ হাওলাদার (২৬), পিতা- মোঃ আব্দুল হালিম মাতা-মৃত আছিয়া খাতুন। এ সময় গ্রেফতার কৃত মাদক ব্যাবসায়ীদের কাছ থেকে ১৮ (আঠারো) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উক্ত মামলায় পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদক বিরোধী এই অভিযান চলমান থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া ।


বিজ্ঞাপন