রংপুরে ডিবি পুলিশ কর্তৃক ২ কেজি গাঁজা সহ ১ জন গ্রেফতার

Uncategorized অপরাধ

নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল বুধবার ১৮ মে . সাড়ে ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের সার্বিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ সাজ্জাদ হোসেন এর অপারেশন পরিকল্পনায় এসআই (নিঃ) স্বপন কুমার রায় এর নেতৃৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ আরপিএমপি, রংপুর কোতয়ালী থানাধীন নিউসেন পাড়া মসজিদ সংলগ্ন সামিনা মেটাল ওয়ার্কসপ এর সামনে সেনপাড়া থেকে ঢাকা বাসস্ট্যান্ড গামী চলাচলের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২ (দুই) কেজি শুকনা গাঁজা উদ্ধারসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা যথাক্রমে, মোঃ হাসান আকন্দ (২৪), পিতা-মৃত আব্দুল খালেক আকন্দ, মাতা- মোছাঃ হাসনা বেগম, সাং- সাবগ্রাম (কুরশা), থানা- বগুড়া সদর, জেলা-বগুড়া।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন একটি মামলা দায়ের করা হয়।


বিজ্ঞাপন