নিজস্ব প্রতিনিধি ঃ দ্বীপ অঞ্চলের বিভিন্ন অব কাঠামো উন্নয়নের রুপকার অন্ধকার সন্দ্বীপকে আলোকিত করার কান্ডারী দ্বীপরত্ন আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা।
সাংসদ মিতা রহমানের বহুমুখী উন্নয়ন মুলক কাজে এবং মানব কল্যাণের কর্মকান্ডে, সকল অপ শক্তির মিথ্যা বানোয়াট ষড়যন্ত্র মুলক অপ প্রচার একে একে বিনাস হয়ে যাচ্ছে।
যারা ব্যাক্তি স্বার্থ হাসিলের জন্য মিথ্যা অপবাদ প্রচার করছেন, তারাই আবার কাঁচা ফুলের মাল্য দানে প্রস্তুত হয়েছেন। সাধু সাবধান কাউয়া খাবে বিজ ধান। উপাই নাই গোলাম হোসেন
তাই আবার সঠিক পথে ফিরে আসেন। সাংসদ মিতা রহমান সন্দ্বীপের উন্নয়ন মুলক কাজ করতে ব্যস্ত। সুবিধা বাদীরা সুবিধা না পেয়ে চিন্তায় নস্ট তাদের স্বাস্থ্য।