নিজস্ব প্রতিবেদক ঃ গত বুধবার ১৮ মে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় ঢাকা এর নিরাপদ খাদ্য অফিসার মেহরীন যারীন তাসনিম এর নেতৃত্বে ঢাকা জেলার ধামরাই উপজেলার একমি এগ্রোভেট এন্ড বেভারেজ লিমিটেড পরিদর্শন করা হয়।
পরিদর্শনে উপস্থিত থেকে সর্বাত্মক সহযোগিতা করেন ধামরাই উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আব্দুর রহিম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী মোঃ আবু সাইদ আল আমিন, নুসরাত জাহান এবং অফিস সহায়ক নোমান হোসেন।
পরিদর্শন কালে স্থাপনার উল্লেখযোগ্য পণ্য যেমন ম্যাংগো ফ্রুট জুস, আচার,সস প্রক্রিয়াকরণের সম্পূর্ণ পদ্ধতি ধাপে ধাপে পরিদর্শন করা হয়।
পরিদর্শন কালে নিরাপদ খাদ্য আইন-২০১৩ পরিপন্থী কার্যক্রম লক্ষ্য করা যায় নি, তবে যে কয়টি ত্রুটি পাওয়া যায় সেসব বিষয়ে তাদের সতর্ক করা হয় এবং নিরাপদ খাদ্য আইন-২০১৩ মেনে খাদ্য উৎপাদন, সংরক্ষণ, ক্রয় ও বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়।
পাশাপাশি তাদের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ঢাকা জেলা কার্যালয়ের পক্ষ থেকে নিরাপদ খাদ্য আইন-২০১৩ ও নিরাপদ খাদ্য বিষয়ক পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়।