বাংলাদেশ-মার্কিন কূটনৈতিক সম্পর্কের ৫০ তম বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি, প্রবাসী কূটনীতি এবং সাংস্কৃতিক কূটনীতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ

Uncategorized আন্তর্জাতিক

কুটনৈতিক প্রতিবেদক ঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, এমপি গত শুক্রবার ২০ মে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কনস্যুলেটের কর্মকর্তাদের উচ্চ মান বজায় রেখে আরও জনবান্ধব সেবা প্রদানের আহ্বান জানান।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বাংলাদেশ-মার্কিন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি, প্রবাসী কূটনীতি এবং সাংস্কৃতিক কূটনীতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রগতির কথা তুলে ধরেন এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেন।

কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে তিনি কর্মকর্তাদের জনগণকে আরও মানসম্মত ও দ্রুত সেবা প্রদানের পরামর্শ দেন।

জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে বর্তমানে নিউইয়র্ক সফরে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।


বিজ্ঞাপন