সপ্তাহব্যাপী পদমর্যাদাভিত্তিক দক্ষতা উন্নয়ন কোর্স ” এর ষষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ এন্টি টেররিজম ইউনিট এর পূর্বাচল পুলিশ লাইন্সে গতকাল শনিবার ২১ মে, পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক কন্সটেবল ও এএসআই পদমর্যাদার সদস্যদের জন্য সপ্তাহব্যাপী পদমর্যাদাভিত্তিক ” দক্ষতা উন্নয়ন কোর্স ” এর ষষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন্টি টেররিজম ইউনিটের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন), ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সালমা বেগম, পিপিএম।

প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার (ট্রেনিং অ্যান্ড প্ল্যানিং) শিরিন আক্তার জাহান।

উদ্বোধনী বক্তব্যে ডিআইজি সালমা বেগম, পিপিএম প্রশিক্ষণের গুরুত্ব অনুধাবন করে নিজেদের সমৃদ্ধ ও দক্ষতা উন্নয়নের সুযোগ কাজে লাগাবার জন্য প্রশিক্ষণার্থীদের উদ্বুদ্ধ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মেরিন সুলতানা, প্রশিক্ষণ সমন্বয়ক অতিরিক্ত পুলিশ সুপার এম. এম মাহমুদ হাসান, পিপিএম এবং প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন