মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে পুলিশের মাদক বিরোধী অভিযানে ২১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক। (২২মে) গভীর রাতে এসআই সরল কুমার,লোহাগড়া থানা গোপন সংবাদে জানতে পারে নড়াইল লোহাগড়া থানাধীন শালনগর ইউনিয়নের কাঠালতলা বাজার এলাকায় মাদকদ্রব্য (ইয়াবা) ক্রয়-বিক্রয় চলছে। বিষয়টি তৎক্ষণাৎ তিনি অফিসার ইনচার্জ লোহাগড়া থানাকে অবগত করেন,অফিসার ইনচার্জ লোহাগড়া থানা বিষয়টি তাৎক্ষণিক আমলে নিয়ে সাথে সাথে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুত্রে জানা যায়,এসআই সরল কুমার,এএসআই কামরুল সঙ্গীয় ফোর্সসহ কাঠালতলা বাজার এলাকায়
অভিযান চালিয়ে মাদকদ্রব্য (ইয়াবা) বিক্রয়ের সময় পারশালনগর গ্রামের মোঃহারুন মিয়ার ছেলে মোঃ রোমান (১৯) থানা লোহাগড়া,জেলা নড়াইলকে গ্ৰেফতার করে তার নিকট থেকে ২১৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন পুলিশ,এসময় আসামির বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। নড়াইল জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।
