র‌্যাব-১১ এর পৃথক অভিযানে ৫০০ বোতল ফেনসিডিল সহ ২ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

্নিজস্ব প্রতিনিধি ঃ র‍্যাব ফোর্সেস ব্যাটালিয়ন র‌্যাব-১১ এর পৃথক অভিযানে আড়াইহাজার ও সোনারগাঁ হতে ৫০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ১ টি ইজিবাইক ও ১টি প্রাইভেটকার জব্দ হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের আভিযানিক দল গতকাল রবিবার ২২ মে দুপুরে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন রামচন্দ্রদী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০০ বোতল ফেনসিডিল সহ মোঃ শহিদুল ইসলাম (৪৮) নামক ১ মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

এ সময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি ইজিবাইক জব্দ করা হয়।

এদিকে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের অপর একটি আভিযানিক দল গতকাল রবিবার ২২ মে বিকালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ঢাকাগামী ১টি প্রাইভেটকার তল্লাশী করে ৩০০ বোতল ফেনসিডিলসহ মোঃ মিজানুর রহমান (২৮) নামক অপর ০১ মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

উক্ত অভিযানে আসামীর হেফাজত হতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়।


বিজ্ঞাপন