মহাসড়কে পাগলের বেশে মোটর সাইকেল ছিনতাইকারী চক্রের সদস্য কে গ্রেফতার করলো পিবিআই গাজীপুর

Uncategorized আইন ও আদালত

গাজীপুর প্রতিনিধি ঃ গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকায় মহাসড়কে পাগলের বেশে মোটর সাইকেল ছিনতাই মামলার ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আসামীরা যথাক্রমে, মোঃ রায়হান প্রামানিক (২৭), পিতা—মোঃ খোরশেদ প্রামানিক,মাতা— সাং—রামচন্দ্রপুর, থানা—শাহাজাদপুর, জেলা—বগুড়া, এ/পি. সাং—জামগড়া (মুন্নার বাড়ীর ভাড়াটিয়া), থানা—আশুলিয়া, জেলা—ঢাকা এবং মোঃ হাসমত আলী @ আবুল হাশেম (৩৪), পিতা— মোঃ ইমান আলী,মাতা—হাসিনা বেগম,সাং—ঘটিয়া (চর মাইজেল) থানা—সিরাজগঞ্জ, জেলা—সিরাজগঞ্জ দ্বয়কে গ্রেফতার করলো পিবিআই গাজীপুর জেলা।

উল্লেখিত মামলার বাদী মোঃ ফারুক হোসেন ডিউটি শেষে মৌচাক নিউ লাইন ক্লথিং লিঃ হতে তার ব্যবহৃত পালসার ১৬০ সিসি ব্লু রংয়ের মোটর সাইকেল যার রেজিঃ নং—ঢাকা—মেট্রো—ল—২৬—৪৭৩২ যোগে চক্রবতীর্ বেঙ্মিকোর উদ্দেশ্যে রওনা হয়ে, রাত অনুমান ১টা ৩০ মিনিটে শফিপুর বাজারের পূর্ব পাশে যমুনা স্পিনিং মিলের উত্তর পাশের গেইট সংলগ্ন ঢাকা—টাঙ্গাইল মহাসড়কে পৌঁছা মাত্র ছিনতাইকারীদের মধ্যে একজন পাগলের বেশে হঠাৎ মোটর সাইকেল এর সামনে এসে দাঁড়ালে মোটর সাইকেল আরোহী মোটর সাইকেল থামানোর সাথে সাথে ২/৩ জন দুষ্কৃতিকারী ধারালো রাম দা, ছুরি, ডেগার ইত্যাদি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মোটর সাইকেল আরোহীকে ঘেরাও করে ফেলে। ধারালো অস্ত্র দিয়ে বাদীর মাথায় আঘাত করলে বাদী মোটর সাইকেল হতে মাটিতে পড়ে যায়।

আসামীগণ বাদীকে এলোপাথারীভাবে মারপিট করে নীলাফুলা জখম করে। বাদীর ডাক চিৎকারে পথচারীগণ এগিয়ে আসতে থাকলে আসামীরা বাদীর মোটর সাইকেলটি জোর পূর্বক ছিনিয়ে নিয়ে দ্রুত চন্দ্রার দিকে চলে যায়।

স্থানীয় ভাবে চিকিৎসা গ্রহণ করতঃ এ সংক্রান্তে মোঃ ফারুক হোসেন (৩৯), পিতা— মোঃ হায়েত আলী, সাং—গোলাকান্দা, থানা— ধামরাই, জেলা— ঢাকা বাদী হয়ে কালিয়াকৈর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে সূত্রে বর্ণিত মামলাটি রুজু হয়। সূত্রঃ কালিয়াকৈর থানার মামলা নং ২৪, তারিখ—২৭/ নভেম্বর ২০২১ সাল ধারা—৩৯৪ পেনাল কোড।

মামলাটি প্রথমতঃ কালিয়াকৈর থানা পুলিশ প্রায় ১৫ দিন এবং জেলা গোয়েন্দা শাখা, গাজীপুর প্রায় ০২ মাস তদন্ত করে কোন রহস্য উদঘাটন করতে না পারায় মামলাটি তদন্তাধীন অবস্থায় পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা পিবিআই গাজীপুর জেলাকে তদন্তের নির্দেশ প্রদান করে।

অতিরিক্ত আইজিপি পিবিআই বনজ কুমার মজুমদার. বিপিএম (বার), পিপিএম এর সঠিক তত্ত্বাবধান এবং পিবিআই গাজীপুর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার, মোহাম্মদ মাকছুদের রহমান এর সার্বিক দিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা উপ -পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মিজানুর রহমান তদন্ত করেন।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উপরোক্ত আসামীসহ তার সহযোগী আসামীরা মিলে মাঝে মধ্যে বিভিন্ন এলাকায় মোটর সাইকেল ছিনতাই করে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রি করত।

ঘটনার দিন গত ২২ নভেম্বর ২০২১সালে রাত অনুমান সাড়ে ১০ টার দিকে চান্দরা বসে আসামী মোঃ রায়হান প্রামানিকসহ তার সহযোগী আসামীদের নিয়ে মোটর সাইকেল ছিনতাইয়ের পরিকল্পনা করে।

সে মতে ২৩ নভেম্বর ২০২১সালে রাত অনুমান ১টা ৩০ মিনিটে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন সফিপুর এলাকায় গাজীপুর টু টাংগাইল মহাসড়কের পাশে^র্ যমুনা গেইটের সামনে আসামীরা মোটর সাইকেল ছিনতাইয়ের জন্য অবস্থান করে।

গাজীপুর হতে সফিপুরের দিকে আসার পথে বাদী নীল রংয়ের পালসার মোটর সাইকেল চালিয়ে আসছিল তখন আসামীর সহযোগীদের একজন হাতে থাকা কাঠের ডাসাসহ পাগলের বেশে অভিনয় করে মোটর সাইকেল এর সামনে এসে গতিরোধ করে।

মোটর সাইকেল চালক থামলে পূর্বে থেকে রাস্তায় উৎ পেতে থাকা অন্যান্য আসামীরা হাতে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে বাদীকে ঘেরাও করে ফেলে। তন্মধ্যে একজন ছিনতাইকারী হাসুয়া দিয়ে মোটর সাইকেল চালককে কোপ দিতে যায়, তখন মোটর সাইকেল চালক সাইকেল ফেলে দৌড়ে চলে যায়।
এরপর আসামী মোঃ রায়হান প্রামানিক এর সহযোগী আসামীরা মোটর সাইকেল চালিয়ে টাংগাইলের দিকে চলে যায়।

আসামী মোঃ রায়হান প্রামানিক অপর সহযোগীকে নিয়ে নিজ নিজ বাসার উদ্দেশ্যে চলে যায়। পরবতীর্তে সহযোগী আসামীরা মোটর সাইকেল বিক্রি করে আসামী মোঃ রায়হান প্রামানিককে ৩,০০০ টাকা দেয়।
এ বিষয়ে পিবিআই এর পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন ঘটনায় জড়িত সকল আসামীরা সংঘবদ্ধ মোটর সাইকেল ছিনতাই চক্রের সক্রিয় সদস্য।

তারা বিভিন্ন সড়ক, মহাসড়কে পাগলের বেশ ধরে কৌশলে মোটর সাইকেল এর গতিরোধ করে দেশীয় অস্ত্র সস্ত্র ব্যবহার করে চালককে মারপিট অথবা আঘাত পূর্বক ছিনতাই করতঃ বিক্রি করে থাকে।
গ্রেফতারকৃত আসামীগণ স্বীকার করেন যে, ইতোপূর্বে তারা এ ধরনের কৌশল অবলম্বন করে একাধিক মোটর সাইকেল ছিনতাই করেছেন।

আসামী মোঃ রায়হান প্রামানিক (২৭) এবং মোঃ হাসমত আলী@আবুল হাশেম (৩৪) দ্বয়কে গত রবিবার ২২ মে, আদালতে সোপর্দ করা হলে আসামী মোঃ রায়হান প্রামানিক নিজেকে জড়িয়ে ঘটনার সাথে জড়িত অপর আসামীদের নাম উল্লেখ পূর্বক মোটর সাইকেল ছিনতাই এর বিষয়ে পরিকল্পনা এবং অন্যান্য আসামীদের এ মামলার ঘটনায় ভূমিকা বর্ণনা করে আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।


বিজ্ঞাপন