মাতৃস্বাস্থ্য সেবায় কুমিল্লা জেলায় অনন্য মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

Uncategorized স্বাস্থ্য

নিজস্ব প্রতিনিধি ঃ তিন পাশে মেঘনা নদী বেষ্টিত চরাঞ্চল মেঘনা উপজেলা। জনসংখ্যা প্রায় ১ লক্ষ ২৭ হাজার। স্বল্পমূল্যে সরকারী ভাবে মাতৃস্বাস্থ্য সেবা প্রদান করছে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গত এপ্রিল মাসে এই হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে জন্ম গ্রহণ করে ২৬টি শিশু। এ মাসে সিজারিয়ান অপারেশন হয় ৭টি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেগুলার আল্ট্রাসনোগ্রাফির পাশাপাশি গাইনী আউটডোরে গাইনী বিশেষজ্ঞ গর্ভবতী মায়েদের নিজেই আলট্রাসনোগ্রাফী করেন এবং সময় নিয়ে সকল গর্ভবতী মায়েদের আউটডোর ও ইনডোরে সেবা প্রদান করেন। গত এপ্রিল মাসে প্রসবপূর্ব গর্ভকালীন সেবার সংখ্যা ২২০, প্রসব পরবর্তী সেবার সংখ্যা ৯৬ এবং গাইনী আউটডোরে আল্ট্রাসনোগ্রাফীর সংখ্যা ৫৭।

প্রত্যন্ত মেঘনা উপজেলায় উন্নত মাতৃসেবা প্রচলন ও চলমান রাখার জন্য সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জালাল হোসেন, গাইনী বিশেষজ্ঞ ডাঃ মাতুয়ারা শারমিন, এনেস্থেশিয়া বিশেষজ্ঞ ডাঃ মোঃ সালাহউদ্দীন মোল্লা এবং মেঘনা উপজেলা স্বাস্থ্য পরিবারের সদস্যদের স্থানীয় জনসাধারণ আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ।


বিজ্ঞাপন