রংপুর রেঞ্জের সকল ‘থানার অফিসার ইনচার্জগনের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক কর্মশালা-২০২২” অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল সোমবার ২৩ মে, সকাল সাড়ে ১১ টায় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর অডিটোরিয়ামে রেঞ্জ দপ্তর, রংপুর কর্তৃক আয়োজিত ‘‘থানার অফিসার ইনচার্জগনের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক কর্মশালা/২০২২” অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর ।

ডিআইজি, রংপুর সকাল সাড়ে ১১ টায় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর অডিটোরিয়ামে রংপুর রেঞ্জাধীন মোট ৬১ (একষট্টি) টি থানার অফিসার ইনচার্জগণের অংশগ্রহণে উক্ত কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

কর্মশালায় ডিআইজি, রংপুর থানার অফিসার ইনচার্জগনের দায়িত্ব ও কর্তব্যর বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং মুক্ত মতামত গ্রহণ করেন।

ডিআইজি বলেন, থানা হবে বিচার প্রার্থীর নির্ভয় আশ্রয়স্থল।
সত্য ও ন্যায়কে ধারণ করে পুলিশ জনগনকে আইনগত সেবা প্রদান করবে, স্বাধীন দেশে এটি নিবিড়ভাবে প্রত্যাশিত। এটি যাতে নিশ্চিত হয় সে বিষয়ে সকল থানার অফিসার ইনচার্জগণকে নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও বক্তব্য প্রদান করেন শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম(বার), পিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর (ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) ও রেঞ্জ ডিআইজি অফিস, রংপুরে কর্মরত উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।

কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোঃ ওয়ালিদ হোসেন, পুলিশ সুপার (এস্টেট অ্যান্ড ওয়েলফেয়ার) মোঃ আব্দুল লতিফ, পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড ক্রাইম এ্যানালাইসিস) মোঃ আকতার হোসেন, পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ট্রাফিক) মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম-বার, পুলিশ সুপার (ডিসিপ্লিন অ্যান্ড প্রসিকিউশন) খন্দকার খালিদ বিন নূর সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন।

সভা অনুষ্ঠানকালে অত্র রেঞ্জের রংপুর জেলার পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম-বার, লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা, বিপিএম, পিপিএম, নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম, পিপিএম, ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, আরআরএফ, রংপুরের কমান্ড্যান্ট (এসপি) জনাব মুঃ মাসুদ রানা, মোঃ আবু সায়েম প্রধান, কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, গাইবান্ধা, মোঃ মাহফুজ্জামান আশরাফ কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, লালমনিরহাট, মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নীলফামারী, মোঃ শাহজাহান পিপিএম, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার দিনাজপুর, মোঃ নাসির উদ্দিন যুবায়ের, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার ঠাকুরগাঁও এবং অত্র রেঞ্জ দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিসিপ্লিন অ্যান্ড প্রসিকিউশন) মোঃ শরিফুুল আলম, সহকারি পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) এ, বি, এম জাহিদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ট্রাফিক) মোঃ শামীম হোসেন উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন