জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সর্বোচ্চ পদক পেলেন দুই নিহত বাংলাদেশী সেনা সদস্য

Uncategorized অন্যান্য

কুটনৈতিক প্রতিবেদক ঃ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সর্বোচ্চ পদক পেলেন দুই নিহত বাংলাদেশী সেনা সদস্য, শান্তিরক্ষা মিশেনে কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী দুই বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর ‘দ্যাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রদান করেছে জাতিসংঘ।
মেজর এ কে এম মাহমুদুল হাসান ( ৮ সেপ্টেম্বর ২০২১) সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক-এ নিয়োজিত মিনুসকা মিশনে এবং ল্যান্স করপোরাল মো. রবিউল মোল্লা ( ৯ ফেব্রুয়ারী ২০২১) দক্ষিণ সুদানে নিয়োজিত আনমিস মিশনে কর্তব্যরত অবস্থায় নিহত হন।
বাংলাদেশের পক্ষে মেডেল গ্রহণ করছেন সংস্থাটিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।জাতিসংঘ সদরদফতরে এ পুরস্কার হস্তান্তর করা হয়েছে।বাংলাদেশ স্থায়ী মিশন এসব মেডেল কর্তব্যরত অবস্থায় নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে।

বাংলাদেশ বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। বাংলাদেশের ৬ হাজার ৮০২ জন শান্তিরক্ষী বিশ্বের ৯টি মিশনে কর্তব্যরত রয়েছেন।সর্বমোট দায়িত্ব পালন করেছেন ১ লাখেরও অধিক।
দায়িত্বরত অবস্থায় এ পর্যন্ত জীবন উৎসর্গ করেছেন ১৬১ জন বাংলাদেশি শান্তিরক্ষী।


বিজ্ঞাপন