নড়াইলের তুলারামপুর ইউনিয়ন আওয়ামী-লীগের বর্ধিত সভা বহিস্কৃত নেতাদের নিয়েই অনুষ্ঠিত

Uncategorized রাজনীতি

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের তুলারামপুর ইউনিয়ন আওয়ামী-লীগ এর আয়োজনে তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে
ইউনিয়ন আওয়ামী-লীগের বহিস্কৃত নেতাদের নিয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাবু অঙ্গত রায়ের সন্চালনায় ও আবুল কাশেম মাস্টারের সভাপতিত্বে আজ (২৮ মে) শনিবার বিকাল ৫ ঘটিকার সময় এ বর্ধিত কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নড়াইল সদর উপজেলা আওয়ামী-লীগের সভাপতি আ্যডঃ অচিন কুমার চক্রবর্তী,সাধারণ সম্পাদক এ্যাডঃ অমর ফারুক,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নড়াইল জেলা আওয়ামী-লীগের সাংগঠনিক সম্পাদক দেবাশিস কুন্ডু মিটুল,জেলা আওয়ামী-লীগের সদস্য,মোঃ হাফিজ খাঁন মিলন,মিশকাতুল অয়াজীন লিটু,সাবেক ছাত্র নেতা কামরুজ্জামান কামাল,তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান,টিপু সুলতান,সাবেক নৌকা প্রতিকের চেয়ারম্যান বুলবুল আহমেদ,বোরহান উদ্দিন,মহিলা নেত্রী ও সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান,ইসমত আরা,মহিলা নেত্রী নাজনীন সুলতানা রোজীসহ আওয়ামী-লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মি বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্ত’রা বলেন,বাংলাদেশ আওয়ামী-লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশনা না মেনে এবং নৌকার বিপক্ষে কাজ করে আপনারা নৌকাকে পরাজিত করেছেন এবং নৌকা মার্কাকে অসন্মান করেছেন। আপনারা নিজেরাই ঠিক না,আবার পদপদবি নিয়ে ব্যস্ত থাকেন এবং নৌকার বিপক্ষে কাজ করে নৌকার সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছেন। এটা আর হবে না,আমরা আর হতে দেবনা,এমন নেক্কার জনক কাজ করতে দেব না,২ হাজার কর্মির চেয়ে যদি ২০ জন ত্যাগী কর্মি থাকে তাহলে ২০ জন কর্মিই ২০ হাজার জন কর্মির কাজ করে। আগামী দিনে তুলারামপুর ইউনিয়ন আওয়ামী-লীগ এর কমিটি হবে,যারা অন্য দল থেকে আওয়ামী-লীগে যোগদান করেছেন এবং যাদের পরিবারের সদস্যগণ বি এন পি দলের নেতৃত্ব দিচ্ছেন ও যে সকল নেতাগণ বিগত সংসদ নির্বাচনে,উপজেলা নির্বাচনে ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিরোধীতা করেছেন,তারা কোনো অবস্থাতেই আওয়ামী-লীগের কমিটির পদপদবিতে আসতে পারবে না বলেও জানান। এসময় নেতাগণ আরো জানান,শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন উন্নয়নের দারপ্রান্তে,একটা কথা আপনারা মনে রাখবেন,শেখ হাসিনা সরকার আছে বলেই আপনারা পেট ভরে খেতে পারছেন,শান্তিতে ঘুমাতে পারছেন,ভালো ভালো রাস্তা ঘাট ব্যবহার করতে পারছেন,প্রতিটা ঘরে বিদুৎ রয়েছে,ইউনিয়নের চেয়ারম্যানদের দিয়ে সরকার বিভিন্ন ভাতা প্রদান করছেন,এতেও আপনারা বুঝতে পারছেন না,কবে বুঝবেন,দিন শেষ হয়ে গেলে,তখন আর বুঝে কোন লাভ হবে না,সময় থাকতে ঘরের ছেলে ঘরে ফিরে এসে প্রথম থেকে পরিক্ষার মাদ্ধমে পাশ করে নেত্রীত্ব দেয়ার চেষ্টা করেন। শেখ হাসিনা সরকার না থাকলে,আপনারা বাড়িতে ঘুমাতে পারবেন না এবং দেশ ছেড়ে পালাতে হবে,না হলে তাদের হাতে মরতে হবে,কোন ভাবে রক্ষা পাবেন না বলেও জানান। এজন্যই সকল কে ঐক্যবদ্ধ থেকে আগামি সংসদ নির্বাচনে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে বিপুল ভোটের মাদ্ধমে নৌকাকে বিজয়ী করতে হবে বলে একতা বদ্ধ হয়ে কাজ করতে হবে বলেও নেতাগণ আহব্বান জানান। এদিকে,ত্রিমুখী ভাবে কে বিএনপি,কে নৌকায় ভোট দেই নায়,কে দিয়েছে,এমন কথা কাটাকাটির মদ্ধদিয়ে এ বর্ধিত সভার সমাপ্তি হয়েছে।


বিজ্ঞাপন