নড়াইলে অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনি কল্যান সংস্থা অসকস এর ঈদ পূনর্মিলনী মিলনমেলা ২০২২ অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল সদর তুলারামপুর আল-হেরা এডাস ইনিস্টিটিউট এর মাঠে (২৮ মে) শনিবার সকালে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনি কল্যান সংস্থা (অসকস) এর তুলারামপুর ইউনিয়ন শাখার উদ্দোগে এক ঈদ পুনর্মিলনী মিলনমেলা অনুষ্ঠানের আয়জোন করা হয়। সকাল নয়টার সময় অসকস এর সকল সদস্য ও তাদের পরিবারের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন,অসকস এর তুলারামপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ জাহিদুর রহমান।পরপরই শুরু হয় অবসর প্রাপ্ত সদস্যদের পরিবার কে নিয়ে ক্রিড়া প্রতিযোগিতা ও শুভেচ্ছা বিনিময়। দুপুরের নামাজ শেষে আয়োজন করা হয় প্রিতিভোজের। সব শেষে আলোচনা সভায় সৈয়দ মোর্তজা আলীর সার্বিক তত্বাবধায়নে তরফদার মাজাহারুল ইসলামের সন্চালনায় মো:জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,৬নং তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আনিচুর রহমান,সাবেক চেয়ারম্যান,মোঃ জাকারিয়া হোসেন,সিহাবুর রহমান সিহাব প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে টিপু সুলতান বলেন,অবসর প্রাপ্ত সশস্ত্র সদস্যদের আয়োজনে এমন একটি অনুষ্ঠানে আসতে পেরে আমি ধন্য। যে প্রোয়জনে আমি তথা আমার পরিষদ অসকস এর পাশে থাকবো। সভায় বক্তা’রা আরো বলেন,আমরা যৌবন দিয়েছি বাহিনী ও দেশের তরে। অস্ত্র ও গোলাবারুদ নিয়ে করেছি খেলা কিন্তু সমাজের কিছু কুলাঙ্গার নেশাখোর লোকজন আমাদের নিয়ে নানা কুটিক্তি করে থাকে,তারা ভাল হয়ে যান। অবসরে আসার সময় অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেইনি। আলোচনা সভা শেষে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন,বিশেষ অতিথি আনিচুর রহমান। পুরস্কার বিতরনের মদ্ধদিয়ে অনুষ্ঠান শেষ হয়।


বিজ্ঞাপন