নিজস্ব প্রতিনিধি ঃ স্বাস্থ্য অধিদপ্তরের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সুপারভিশন ও মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন ডা. মো. একরামউল্লাহ’র নির্দেশনা অনুযায়ী সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাখাওয়াত হোসেন এর নেতৃত্বে শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার এমওডিসি ডা. সাখাওয়াত তানভীর, এমও (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আশরাফুর রহমান হিমেল এবং স্যানিটারি ইন্সপেক্টর ছফিউর রহমান।
সার্বিক সহযোগিতা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ এবং সাংবাদিকবৃন্দ। অভিযান পরিচালনাকালে ৬ টি অনিবন্ধিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ও সিলগালা করা হয়।
রেজিস্ট্রেশন নবায়নে বিলম্বসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় বেশ কয়েকটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে অনিয়ম দূরীকরণের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া হয় এবং এতে ব্যর্থ হলে এসকল প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেয়া হবে- এই মর্মে সতর্ক করা হয়।