আজিমপুর প্রকল্পে নিয়ম ভাঙা, টাকার খেলা ও অদৃশ্য প্রভাবশালী চক্র : গণপূর্তের এক প্রকৌশলীকে ঘিরে বিস্তর প্রশ্ন ?
নিজস্ব প্রতিবেদক : গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রো-মেকানিক্যাল (ই/এম) শাখায় এমন এক কর্মকর্তা বছরের পর বছর ধরে আছেন, যাকে সহকর্মীরা ব্যঙ্গাত্মকভাবে ডাকেন—“মালের খসরু”। নামটি এসেছে তার প্রকৃত নাম “মালিক খসরু”-র নামের সঙ্গে যোগ হয়ে, কিন্তু আরও বেশি এসেছে—অভিযোগের পাহাড় জমা হওয়া কর্মকাণ্ড থেকে। অভিযোগ বলছে, সরকারি চাকরিতে থেকেও টাকার প্রতি তার এমন অস্বাভাবিক আকর্ষণ ও আগ্রাসী আচরণ […]
বিস্তারিত