যুক্তরাষ্ট্রের বিনিয়োগ চাইলেন রেলমন্ত্রী

অর্থনীতি

বিশেষ প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার বুধবার রেলভবনে রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ রেলওয়েতে মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে সহযোগিতা করতে পারে, সেসব বিষয় নিয়ে আলোচনা হয়।
আলোচনাকালে রেলপথমন্ত্রী যুক্তরাষ্ট্রের তৈরি ৪০টি ব্রডগেজ লোকোমোটিভের বিষয়ে উল্লেখ করেন। তিনি বলেন, ৫টি লটে ৪০টি লোকোমোটিভ আসবে। ইতোমধ্যে প্রথম লটের ৮টি বাংলাদেশে চলে এসেছে।
এছাড়া দক্ষিণ কোরিয়ার হুন্দাই রোটেম যে ১০০টি লোকোমোটিভ বাংলাদেশে সরবরাহ করবে, সেগুলোও যুক্তরাষ্ট্রের একই কম্পানি প্রগ্রেস রেল যন্ত্রপাতি সরবরাহ করবে। এসব লোকোমোটিভ চালানোর জন্য দক্ষ জনবল তৈরির জন্য প্রশিক্ষনের ব্যবস্থা নেওয়াসহ এসবের যন্ত্রাংশ যাতে সহজেই পাওয়া যায় সেজন্য ব্যবস্থাগ্রহণের অনুরোধ জানান।
এছাড়া যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি এদেশের রেলওয়েতে কীভাবে যুক্ত করা যায়, তা দেখার জন্য আহ্বান জানান মন্ত্রী। রেলমন্ত্রী এ সময় বাংলাদেশের রেলওয়ের অবকাঠামো সমস্যা তুলে ধরে বলেন, ‘ডাবল লাইন নির্মাণ করা খুবই জরুরি।’ রেলওয়ের ডাবল লাইন নির্মাণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন তিনি। মন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশের রেলওয়েতে বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্র খতিয়ে দেখতে পারে।’ তিনি এদেশে যাত্রীবাহী কোচ ও লোকোমোটিভ কারখানা নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় আরো ১০টি লোকোমোটিভ একই দামে যুক্তরাষ্ট্রের সরবরাকারী প্রতিষ্ঠান প্রগ্রেস রেল থেকে কেনার বিষয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এসব বিষয়ে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসে ইকোনোমিক অফিসার জেফরি ডির্কস, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচলক ধীরেন্দ্র নাথ মজুমদারসহ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।
এরআগে মঙ্গলবার রেলওয়ের উপ-পরিচালক মো. নাহিদ হাসান খাঁন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ট্রেনের অগ্রিম টিকেট কাটার নিয়ম পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে। ভ্রমণের ১০ দিন আগে ট্রেনের অগ্রিম টিকেট কাটা গেলেও তা পরিবর্তন করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী যাত্রার ৫ দিন আগে থেকে কাটা যাবে ট্রেনের টিকেট। চলতি বছর ৫ এপ্রিল থেকে কার্যকর হবে এই নিয়ম।
এতে বলা হয়েছে, আগামী ৫ এপ্রিল থেকে অগ্রিম ট্রেনের টিকেট ১০ দিনের পরিবর্তে ৫ দিন আগে থেকে ইস্যু করা যাবে। একই সঙ্গে টিকিট ফেরতের ব্যাপারেও নির্ধারণ করা হয়েছে চার্জ।
টিকেট ফেরতের নির্ধারিত নতুন চার্জ অনুযায়ী, ট্রেন ছাড়ার ৪৮ ঘণ্টা আগে সার্ভিস চার্জ কর্তন সাপেক্ষে টিকিটের পূর্ব মূল্য ফেরত দেয়া হবে। এ ক্ষেত্রে সার্ভিস চার্জ হিসেবে এসি টিকেটে ৪০ টাকা, প্রথম শ্রেণিতে ৩০ টাকা, অন্যান্য ২৫ টাকা চার্জ কাটা হবে।
ট্রেন ছাড়ার ৪৮ ঘণ্টার কম সময় বাকি থাকা অবস্থায় টিকেট ফেরত দিতে চাইলে ২৫ শতাংশ টাকা কেটে রেখে বাকি টাকা ফেরত দেয়া হবে, ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টার কম সময় বাকি থাকা অবস্থায় ও ১২ ঘণ্টার বেশি সময় বাকি থাকা অবস্থায় টিকিট ফেরত দিতে হলে ৫০ শতাংশ টাকা কেটে নিয়ে বাকি টাকা দেয়া হবে। ট্রেন ছাড়ার ১২ ঘণ্টার কম সময়ে এবং ছয় ঘণ্টার বেশি সময়ের মধ্যে টিকেট ফেরত দেওয়া হলে ৭৫ শতাংশ টাকা কাটা হবে। তবে ট্রেন ছাড়ার ৬ ঘণ্টারও কম সময়ের মধ্যে টিকেট ফেরতযোগ্য হবে না।


বিজ্ঞাপন