নিজস্ব প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনস্থ ফকিরমোড়া বিওপির টহলদল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় নববিবাহিত স্ত্রীকে গলাকেটে হত্যা মামলার প্রধান আসামি প্রবাসী স্বামীকে আটক করেছে।
আটককৃত ব্যক্তি আখাউড়া উপজেলার মধ্যহীরাপুর গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী মোঃ আবদুল হামিদ (২৮)। গত কয়েকদিন আগে সে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেবপুর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে মোসাঃ তাসলিমা (১৯) কে বিয়ে করে। গতকাল সে নিজ ঘরের মধ্যে স্ত্রীকে গলা কেটে হত্যার পর হতে আত্মগোপনে থাকে।
এ ব্যাপারে আখাউড়া থানায় মামলা হওয়ার পর পুলিশ এবং র্যাব আত্মগোপনে থাকা আসামীকে গ্রেফতারের জন্য রাতভর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। উক্ত হত্যা মামলা দায়ের এর সংবাদ প্রাপ্তির পর বিজিবি সদস্যগণ সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বজায় রাখে।
আজ বুধবার ১৪ ফেব্রুয়ারি সকাল ৮ টা ২০ মিনিটের সময় আসামি মোঃ আবদুল হামিদ (২৮) সীমান্ত পিলার ২০২২/৫-এস এর নিকট দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সীমান্ত এলাকায় তার সন্দেহজনক গতিবিধি এবং আচরণ দেখে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনস্থ ফকিরমোড়া বিওপির টহলদল তাকে আটক করে।
আটকের পর স্থানীয় জনসাধারণের সম্মুখে তাকে সুকৌশলে জিজ্ঞাসাবাদে বিজিবি টহলদলের কাছে তার পরিচয় এবং নিজ স্ত্রীকে হত্যার বিষয়টি সে স্বীকার করে। আটককৃত ব্যক্তিকে আজ বুধবার সাড়ে ১১ আখাউড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।