সেখ রিয়াজুদ্দিন (বীরভূম) : বর্ষাকালে নদীগর্ভ থেকে বালি উত্তোলন সরকারি ভাবে নিষিদ্ধ।এতদসত্ত্বেও একশ্রেণীর বালি পাচারকারী রাতের অন্ধকারে পুলিশের চোখে ধুলো দিয়ে মূল রাস্তা ছেড়ে বিকল্প রাস্তা দিয়ে অবৈধভাবে বালি পাচার করেই চলেছে ।
খয়রাশোল থানার ও সি সেখ কাবুল আলির কাছে খবর আসতেই তিনি বিকল্প রাস্তা গুলির সন্ধান লাগান এবং সেই মোতাবেক পুলিশ আধিকারিকদের নজরদারি চালাতে নির্দেশ দেন।সেই প্রেক্ষিতে বুধবার সন্ধ্যা পরবর্তীতে স্থানীয় থানার উপরকেনান গোপালপুর ক্যানেল সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালি ভর্তি একটি ট্রাক্টর আটক করে খয়রাসোল থানার পুলিশ।
জানা যায় উক্ত ট্রাকটারে অবৈধভাবে বালি ভর্তি করে পাচার করার লক্ষ্যে পাঁচড়া- খয়রাসোল মূল রাস্তায় উঠার মুহুর্তে ভ্রাম্যমাণ পুলিশের গাড়ি দেখা মাত্র গাড়ির চালক গাড়ি ছেড়ে পালিয়ে যায়।অবৈধ বালি ভর্তি ট্রাকটরটি আটক করে থানায় নিয়ে আসা হয় বলে পুলিশ সূত্রে খবর।