কুড়িগ্রামের ভূরুঙ্গামারী দুধকুমার নদে টানা বৃষ্টিতে বৃদ্ধি পাচ্ছে পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রংপুর সারাদেশ

বাদশা আলমগীর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের  কারণে দুধকুমার, ফুলকুমার ও কালজানীসহ  উপজেলার সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। টানা বৃষ্টিতে খাল বিল পানিতে টইটম্বুর হয়ে গেছে। গত ২৪ ঘন্টায় দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে ১.৮৬ মিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৩৮ সে. মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।  দুধকুমার নদীর দুকুল উপচে যেন কোন মুহূর্তে প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল।


বিজ্ঞাপন

কুড়িগ্রাম পাউবো জানায়, বৃহস্পতিবার  (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩ টায়  গত ২৪ ঘণ্টায় দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে ১.৮৬ মিটার বেড়ে বিপৎসীমার ৩৮ সে.মিটার  নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।


বিজ্ঞাপন

দুধকুমার নদী পাড়ের বাসিন্দা ফরিদুল, আমজাদ ও মোজাম্মেল হক জানান, যে হারে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে তাতে দুই এক দিনের মধ্যে চরাঞ্চল পানিতে তলিয়ে যাবে। বন‍্যা হওয়ার আশঙ্কায় আছি।

পাইকেরছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, যে হারে দুধকুমার নদের পানি বাড়ছে তাতে রাতেই কিছু এলাকা প্লাবিত হতে পারে। ইতিমধ্যে নদী তীরবর্তী এলাকার বেশ কিছু ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়েছে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, হঠাৎ করেই তো তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করেছে। আমাদের লোকজন কাজ করছে মাঠে কি পরিমাণ ফসল পানিতে নিমজ্জিত হয়েছে পরে জানা যাবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, উজানে ভারি বৃষ্টি পাতের কারণে জেলার সবকটি নদ-নদীর পানি বাড়ছে। তবে বিপদসীমা অতিক্রম করার সম্ভবনা নেই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *