বশেমুরবিপ্রবিতে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলরের যোগদান

Uncategorized আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. হাসান উদ্দিন শেখর যোগদান করেছন। ৩০ অক্টোবর বুধবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের ৫ম উপাচার্যকে ফুলেল শুভেছা ও উষ্ণ অভ্যর্থনা জানায়।


বিজ্ঞাপন

যোগদানের পর অধ্যাপক ড. শেখর তার কার্যালয়ে প্রথম বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিনদের সঙ্গে মত বিনিময় করেন। পরে ধারাবাহিকভাবে সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে আলোচনা করেন।


বিজ্ঞাপন

এ সময় অধ্যাপক ড. হাসান উদ্দিন শেখর বিশ্ববিদ্যালয়র শিক্ষা ও গবেষণা, প্রশাসনিক ও উনয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। বিশেষ করে তিনি শিক্ষার্থীদের বলেন, সবার সঙ্গে আলোচনা করে যতোটুকু জানতে পেরেছি, এই বিশ্ববিদ্যালয় নানাবিধ সমস্যায় জর্জরিত।

সেসব সমস্যা দূর করতে হলে দল-মত নির্বিশেষে সকল ভেদাভেদ, প্রতিহিংসা, দ্বন্দ পরিহার করে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়কে সেশনজট মুক্ত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনাই প্রধান চ্যালেঞ্জ।

বশেমুরবিপ্রবির নতুন ভাইস চ্যান্সেলরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন গোপালগঞ্জ জেলা ছাত্রদল নেতারা। আজ দুপুরে ভাইস চ্যান্সেলরের অফিসে জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সরকারি বঙ্গবন্ধু কলেজে ছাত্রদলের সাধারন সম্পাদক মোহাম্মদ ইমরান ইভান আলীর নেতৃত্বে বশেমুরবিপ্রবির ছাত্রদল নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

এদিকে একই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সোহেল হাসান যোগদান করেছেন। দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রো-ভাইস-চ্যান্সেলরকে সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেছা ও উষ্ণ অভ্যর্থনা জানায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *