বান্দরবানের থানচির দুর্গম সীমান্তবর্তী হাজরাংপাড়ায় বিজিবি’র  সন্ত্রাসবিরোধী অভিযান : ২টি বন্দুক, ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি ও কম্ব্যাট পোশাকসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (কক্সবাজার) : বান্দরবানের থানচির দুর্গম সীমান্তবর্তী হাজরাংপাড়ায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ। উক্ত অভিযান পরিচালনা কালে,  ২টি বন্দুক, ১টি পিস্তল, ০২ রাউন্ড গুলি ও কম্ব্যাট পোশাকসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  গতকাল রবিবার  ১৭ নভেম্বর, ৪ টার সময় বরডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট বিএ-৯৮৬০ ক্যাপ্টেন মোঃ ইমামুল আজিম, আর্টিলারি এর নেতৃত্বে একটি বি-টাইপ (২০ জন) অস্ত্র গোলা-বারুদসহ নেপিউপাড়া বিওপির আওতাধীন বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পার্বত্য সীমান্তবর্তী হাজরাংপাড়া এলাকায় ফাঁদ পেতে অবস্থান গ্রহণ করে।


বিজ্ঞাপন

আভিযানিকদল অবস্থানকালীন আনুমানিক ৩ টা ১০ মিনিটের সময়  ইউনিফর্ম পরিহিত ২ জন সশস্ত্র এবং কয়েকজন সিভিল পোশাক পরিহিত সন্ত্রাসীকে ঝিরি অতিক্রম করতে দেখতে পায়।

এসময় সশস্ত্র সন্ত্রাসীরা বিজিবি আভিযানিকদলের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়লে বিজিবি আভিযানিকদল সন্ত্রাসীদেরকে লক্ষ্য করে ফায়ার করে।

উক্ত ফায়ারের ফলে সন্ত্রাসীদল ছত্রভংগ হয়ে গহীন জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিকদল ঘটনাস্থল হতে ০২টি দেশীয় তৈরী এক লা গাদা বন্দুক, ০১টি কাঠের তৈরী দেশীয় পিস্তল, ০২ রাউন্ড কার্তুজ, ০১টি কার্তুজের খালি খোসা, অস্ত্র পরিস্কারের ক্লিনিং কিটস- অয়েল বোতল-০১টি, অয়েল ব্রাশ-০১টি, কটন-১ বান্ডেল এবং ০১টি কম্ব্যাট পোশাক (শার্ট) উদ্ধার করতে সক্ষম হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *