নিজস্ব প্রতিবেদক : ‘মানবাধিকার নিশ্চিত হলে নারীর অধিকার নিশ্চিত হবে। নারীর সামাজিক নিরাপত্তা, গৃহশ্রমিকের মানবাধিকার কার্যকর, সুরক্ষা ও উন্নয়ন, কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও সহিংসতামুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে আইএলও কনভেনশন- ১০২, ১৮৯ ও ১৯০-এ সরকারের অনুসাক্ষর জরুরি।’ রোববার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কনফেডারেশন অব লেবারের (বিসিএল) উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
বিসিএলের সভাপতি সুলতানা বেগমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিসিএলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, কোষাধ্যক্ষ মাহাতাব উদ্দিন সহিদ, সদস্য বাহারানে সুলতান বাহার, জাহানারা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার নারীর উন্নয়ন নীতি ঘোষণা করেছে ঠিকই কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের গুরুত্ব লক্ষ করা যাচ্ছে না। টেকসই উন্নয়ন বাস্তবায়ন করতে হলে নারীর প্রতি সহিংসতা রোধ ও কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করার বিকল্প নেই।
