নিজস্ব প্রতিবেদক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতার ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার জন্য ঢাকা মহানগরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) এর জোরালো কার্যক্রম অব্যাহত আছে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক শামীম আহম্মেদ এবং সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান এর সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক মো: তমিজ উদ্দিন মৃধা, মোহাম্মদপুর সার্কেল এর নেতৃত্বে একটি চৌকশ টিম গঠন করে আজ বৃহস্পতিবার ৩ জুলাই,, সকালে মতিঝিল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা কালে ২৮০০০ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ১ জন আসামীকে গ্রেপ্তার করা হয়।

জব্দকৃত আলামত: মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট -২৮০০০ পিস।

গ্রেফতারকৃত আসামীদের তথ্য: মো: নাজিম উদ্দিন (৪৩), পিতা: জয়নাল মোল্যা, বাঘারপাড়া, জেলা: যশোর।
আসামীদের যেভাবে গ্রেপ্তার করা হয় : মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তথ্য ছিল একটি চক্র বেশ কিছু দিন যাবৎ কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকা ও পাশ্ববর্তী জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা উক্ত চক্রের গতিবিধি পর্যবেক্ষন করতে থাকে এবং নিশ্চিত হয় যে, চক্রটি কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ঢাকার মতিঝিল এলাকায় সরবরাহ করবে।
সে সূত্র ধরে আভিযানিক টিম মতিঝিল থানাধীন আউটার সার্কুলার রোডস্থ আরামবাগ এজিবি কলোনীর সামনের রাস্তা হতে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাসি করে উল্লেখিত পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ইয়াবার বড় বড় চালান এনে ঢাকা শহরের বিভিন্ন অভিজাত এলাকায় এবং দেশের বিভিন্ন জেলায় পাইকারী মাদক ব্যবসায়ীদের সরবরাহ করে।
গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা পরবর্তীতে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ব্যবসার কৌশল : আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি এড়ানোর জন্য বিভিন্ন এনক্রিপটেড এ্যাপস ব্যবহার করতো। এছাড়াও ভিন্ন ভিন্ন সময়ে নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে বড় ইয়াবার চালান ঢাকায় সরবরাহ ও বিক্রয় করতো।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক পরিদর্শক জনাব মো: তমিজ উদ্দিন মৃধা বাদি হয়ে মতিঝিল থানায় মামলা দায়ের পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) কর্তৃক ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে নলে জানিয়েছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা।