নিজস্ব প্রতিবেদক : বৈষম্যহীন সাংবাদিক ইউনিটি (নন-ডিসক্রাইমিনেশন জার্নালিস্ট ইউনিটি-‘এনজেইউ’) নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। আজ (২১ ডিসেম্বর) শনিবার রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় জেষ্ঠ সাংবাদিক মনিরুল ইসলাম মানিকের সভাপতিত্বে ও মাহবুব আলম চৌধুরী জীবনের পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনটির আহবায়ক কমিটি গঠন করা হয়। জেষ্ঠ সাংবাদিক আশরাফুল ইসলামকে আহবায়ক ও গাজী আবু বকরকে সদস্য সচিব করে গঠিত ৪৪ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী দুই মাসের মধ্যে গঠনতন্ত্র প্রনয়ণ, নতুন সদস্য সংগ্রহ এবং পরবর্তী সাধারণ সভায় নির্বাচনের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
আজ শনিবার গঠিত আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন, মুখপাত্র মনিরুল ইসলাম মানিক, মাহবুব আলম জীবন চৌধুরী, অলিউদ্দিন মিলন, যুগ্ম আহবায়ক এবিএম মনিরুজ্জামান, এসএম আবুল হোসেন, শফিক রহমান, মোমিন মেহেদী, আফরোজা তালুকদার। সদস্য- শামসুর রহমান, এ জে এম বেলাল উদ্দীন, আফজাল খান, কে এম জাহিদ হোসেন, নাহিদ হাসান, সুবর্ণা মল্লিক স্বর্ণা, তামিম শেখ, চুন্নু চৌধুরী, আল আমিন মল্লিক, মোহাম্মদ মাহাবুব উদ্দিন, আফরোজা আক্তার, আনোয়ারা পারভীন, আনোয়ার হোসেন, লুৎফর রহমান, নাহিদা তনুজা, জাহাঙ্গীর এইচ সিকদার, মফিজুল ইসলাম চৌধুরী সাগর, কবিরুল ইসলাম, কে এম রাশেদ শাহরিয়ার, সুজন মাহমুদ, অলিদুর রহমান অলি, সি কে সরকার, বিউটি রাণী, আরিফুল ইসলাম, আলাউদ্দিন, নাসির উদ্দীন মো. বায়েজীদ, কামরুদ্দীন আহমেদ কামরুল, গোলাম মুজতবা ধ্রুব, গণেশ চন্দ্র হাওলাদার, জামাল সিকদার, ইদ্রিস মাস্তান ও জাকির হোসেন।
এছাড়াও সর্বসম্মতিক্রমে গাজী আবু বকরকে আহবায়ক ও গাজী আব্দুল হাদীকে সদস্য সচিব করে গঠনতন্ত্র প্রণয়ন উপকমিটি, মোমিন মেহেদীকে আহবায়ক ও শামীম শেখ তুষারকে সদস্য সচিব করে সদস্য সংগ্রহ উপকমিটি, এবিএম মনিরুজ্জামানকে আহবায়ক ও মুঈদ খন্দকারকে সদস্য সচিব করে স্মরণিকা উপকমিটি এবং মনিরুল ইসলাম মানিককে আহবায়ক ও আফরোজা তালুকদারকে সদস্য সচিব করে সম্মেলন বাস্তবায়ন উপ কমিটি গঠন করা হয়।