মোঃ আল আমিন ইসলাম : বিভিন্ন মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে বিভিন্ন সুকৌশলে টাকা নিয়ে লাপাত্তা হোন মাহাফুজার রহমান (রকি) এমন অভিযোগ উঠেছে তার নামে এবং সে বিভিন্ন নামি বেনামী জায়গায় থেকে মানুষের সাথে প্রতারণা করা যাচ্ছে বিভিন্ন ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে। তারই একটি অভিযোগের সূত্র মাত্র গাজীপুর জেলার কালিয়াকৈর থানার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে প্রায় নানান কথা বলে বিভিন্ন কৌশল অবলম্বন করে অনেক মানুষের কাছ থেকে চাকরি দেওয়ার নাম বলে প্রায় অর্থ হাতিয়ে নিয়েছে ১০ লক্ষ টাকার মতো।
এবং এ বিষয় নিয়ে ভুক্তভোগী ফায়সাল হোসেন থানায় বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন প্রতারক রকির বিরুদ্ধে। এখন প্রতারক (রকি) কোথায় আছে কেউ জানে না কিন্তু আহাজানি এ সকল মানুষদের সে যেখানেই থাকেন না কেনো সাধারণ মানুষরা বলেন সে আওয়ামী লীগের পরিচয় দিয়ে টাকা নিয়েছে আমাদের কাছে থেকে।
তাকে যেখানেই পাওয়া যাবে ধরে স্থানীয় প্রশাসনের হাতে তুলে ধরার আহ্বান জানান সচেতন মহল, ও অভিযোগকারী ফায়সাল হোসেন সহ ভুক্তভোগীরা।