নড়াইলে নাসিম হত্যা মামলার আসামি মোস্তাফিজ কারাগারে

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত খুলনা

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের
নাসিম হত্যা মামলার ৭ নং আসামি চাদপুর গ্রামের মোস্তাফিজ শেখ,(১১ ফেব্রয়ারী) মঙ্গলবার সকালে নড়াইল আদালতে হাজি হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন আবেদন না মন্জুর করে
তাকে কারাগারে পেরণ করেন। এদিকে,নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর বাজারে নাসিম হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০ টার রঘুনাথপুর,আমবাড়িয়া ও লক্ষিপুর গ্রামবাসীর আয়োজনে রঘুনাথপুর বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বক্তব্য রাখেন,নিহত নাসিমের মা তানিয়া সুলতানা জুনাকী,নিহতের নানি নাহার সুলতানা,নিহতের চাচাত ভাই মেহেদী হাসান রাজু,এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন,সুবেদার তমজিদ শেখ,শওকত হোসেন,আলিম শেখ প্রমূখ। নিহত নাসিমের মা বলেন,আমার ছেলে গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যার পরে চাঁনপুর মাদ্রসায় আরবি পড়তে যায়। আরবি পড়ে ফেরার পথে চাঁনপুর গ্রামের চয়ন কাজি কাইয়ুম সর্দারসহ ৬/৭ জন সন্ত্রাসী আমার ছেলেকে মেরে ফেলেছে আমি ওদের ফাঁসি চাই। এসময় বক্তারা আরও বলেন,আমরা নাসিমের লাশ নিয়ে রাজনীতি করতে চাই না,নাসিমের হত্যাকান্ডের সাথে যারা জড়িত আমরা তাদের ফাঁসি চাই। নাসিমের সাথে একই মোটরসাইকেলে থাকা চাঁনপুর রহমানীয়া মাদ্রাসার হুজুর আব্দুল্লাহ বিশ্বাস বলেন,২০ দিনের মত হবে নাসিম আমার কাছে আরবি পড়তে যাই। ঘটনার দিন আরবি পড়া শেষে বাড়ি আসার জন্য আমি নাসিমের সাথে আসি। চাঁনপুর তানজিল শেখের বাড়ির কাছে পৌছালে দুইটা মোটরসাইকেল আমাদের ঘিরে ফেলে এসময় তারা মোটরসাইকেলের হেন্ডেল দিয়ে আমাদের বাড়ি মারে তখন আমরা পড়ে গেলে ওরা নাসিমকে হত্যা করে। পরে আমার গলায় ছুরি ধরে বলে তুই যদি এসব কথা কেউকে বলিস তাহলে তোকেও আমরা মেরে ফেলব। এ ভয়ে প্রথমে আমি কিছু বলিনি বলেও জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *