নিজস্ব প্রতিনিধি (সিলেট) : সিলেট সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ঔষধ আমদানি নিষদ্ধ সেখ নাসির উদ্দিন বিড়ির চালান সহ ১ কোটি ৪৬ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার রাতে সিলেট সেক্টরের, সিলেট ৪৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক এ তথ্য জানান।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
বিজিবি অধিনায়ক জানান, ব্যাটালিয়নের সুনামগঞ্জের বাংলাবাজার,সিলেটের তামাবিল সংগ্রাম বিওপি সহ একাধিক বিওপির বিজিবি টহল দল রবিবার ভোররাতে বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন চোরাচালানের রুট ব্যবহার করে ভারতীয় কাটুর্ন ভর্তি মদ,ঔষধ, সেখ নাসির উদ্দিন বিড়ি, থ্রী পিস, গবাধিপশু (মহিষ) চিনি, চকলেট, কমলা, ফুচকা, বডি স্প্রে, স্কিন সাইন ক্রিম, অলিভ অয়েল , চোরাচালানের মালামাল পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে। ট্রাক সহ জব্দকৃত মালামালের মূল প্রায় ১ কোটি ৪৫ লাখ ৬৫ হাজার ৫’শ টাকা।