মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়ক অবরোধ করেছে বিএনপির পদ বঞ্চিত নেতা-কর্মীরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে লোহাগড়া সিএন্ডবি চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে লোহাগড়া বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেটের সামনে ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল সড়ক অবরোধ করে রাখে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, লোহাগড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি সাচ্চু মিয়া,উপজেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক শাহ আলম শিকদার,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন,পৌর বিএনপির সহ-সভাপতি এস এম শাহীন বিপ্লব,সিনিয়র বিএনপি নেতা আবু হায়াত সাবু,আনিচুর রহমান কামাল,সাবেক জেলা কৃষক দলের সদস্য সচিব ইনামুল হক চন্দন,উপজেলা কৃষক দলের সদস্য সচিব মেজবাহ উদ্দিন পারভেজ,নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসানসহ অনেকে।
এসময় বক্তারা বলেন,গত বছরের ২৬ অক্টোবর লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন এবং নির্বাচন হয়েছিল। এ সম্মেলনে অংশগ্রহণকারী ১২টি ইউনিয়ন ও পৌর বিএনপির সব সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপস্থিত সব নেতাকর্মী জেলা হাজত খাটা কর্মী। নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী নিকটতম ভোট পাওয়া প্রার্থীদের না রেখে টাকার বিনিময়ে আওয়ামী বাকশাল সদস্যদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। বর্তমান উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু ও সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম টাকার বিনিময়ে আওয়ামীপন্থী লোক নিয়ে কমিটি গঠন করেছে। বিতর্কিত ব্যক্তিরা টাকার বিনিময়ে এই কমিটিতে আসছে আমরা এতে হতভম্ব হয়েছি। উচ্চশিক্ষিত ত্যাগী সিনিয়র নেতা সাংবাদিক আকরামুজ্জামান মিলু,ভিপি শফিকুল ইসলাম সবুজ,আনিচুর রহমান কামাল,রেজাউল করিম মিন্টু,মেম্বার পলাশ,খোকন সরদার,রবিউল ইসলাম পলাশসহ অনেকের নাম বর্তমান কমিটিতে নেই। অবিলম্বে উপজেলা ও পৌর বিএনপির ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী নেতা-কর্মীকে নিয়ে কমিটি গঠনের দাবি জানান তারা। এসব অভিযোগের বিষয়ে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু জানান,অভিযোগকারীদের সব অভিযোগ সত্য নয়,অধিকাংশ নেতাদের মতামতের ভিক্তিতে কমিটি করা হয়েছে। সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম জানান সব নেতার নাম দেওয়া সম্ভব হয়নি,কমিটি করার ক্ষেত্রে কিছু ত্রুটি থাকতে পারে। এসময় সদ্য ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠনের দাবি জানান পদ বঞ্চিত নেতা কর্মীরা,বিক্ষোভ সমাবেশে বিএনপির পদ বঞ্চিত নেতাকর্মী ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2025/02/Screenshot_২০২৫-০২-১১-১৮-৪৮-০২-৬৩_a23b203fd3aafc6dcb84e438dda678b6.jpg)