নিজস্ব প্রতিনিধি (রংপুর) : আজ বুধবার ১২ ফেব্রুয়ারী, বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় কার্যালয়ের অধীন গাইবান্ধা জেলার অবৈধ প্রতিষ্ঠানে সার্ভিল্যান অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের সহকারী পরিচালক (সিএম) প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের ফিল্ড অফিসার (সিএম), প্রকৌঃ মোঃ তাওহিদ আল-আমিন।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
যে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরর জন্য আলামত জব্দ করা হয়েছে সে প্রতিষ্ঠানগুলো যথাক্রমে, মেসার্স বি এম বি ব্রিকস (BMB), কাশিয়াবাড়ী রোড, পশ্চিম গোপালপুর, পলাশবাড়ী, গাইবান্ধা (নতুন), মেসার্স লিখন ব্রিকস (MLB), সাত আনা, নওদা, মেরীরহাট, পলাশবাড়ী, গাইবান্ধা। (নবায়ন ও বিল বাকি), মেসার্স এম বি ডি ব্রিকস (MBD), ঘোড়াঘাট রোড, শিশুদহ, মেরীরহাট, পলাশবাড়ী, গাইবান্ধা (নতুন) এম বি বি ব্রিকস (MBB), দেবত্তর, কলাগাছি, মেরিরহাট, পলাশবাড়ী, গাইবান্ধা (বিল বাকি) এম এম বি ব্রিকস (MMB), আমবাগান, হোসেনপুর, করতোয়া পাড়া, পলাশবাড়ী, গাইবান্ধা (বিল বাকি), মা ব্রিকস (MMB), হিজলগাড়ী, পলাশবাড়ী, গাইবান্ধা (নবায়ন), মা ব্রিকস-২ (MMB), পশ্চিম গোপীনাথপুর, পলাশবাড়ী, গাইবান্ধা (নবায়ন), এন এন বি ব্রিকস (NNB), জগরজানী, পলাশবাড়ী, গাইবান্ধা (নতুন), মেসার্স মা এন্টারপ্রাইজ (MSM), পশ্চিম গোপীনাথপুর, পলাশবাড়ী, গাইবান্ধা (নতুন), মেসার্স এম টি বি ব্রিকস (MTB), বৈরিহরিণমারী, রায়গ্রাম, পলাশবাড়ী, গাইবান্ধা (নতুন) এ এম বি ব্রিকস (AMB), গোবিন্দরায়, ইদিলপুর রোড, সাদুল্লাপুর, গাইবান্ধা। (নতুন) মেসার্স এস এন ব্রিকস (SNB), গোবিন্দরায়, দেবোত্তর, ইদিলপুর, সাদুল্লাপুর, গাইবান্ধা (নবায়ন) মেসার্স এস আর বি ব্রিকস (SRB), কুনজ, মহিপুর, সাদুল্লাপুর, গাইবান্ধা (নতুন) এম এম জেড ব্রিকস (MMZ), বিষ্ণুপুর, ঠুটিয়াপাকুর, পলাশবাড়ী, গাইবান্ধা (নবায়ন)। মেসার্স জিমি ব্রিকদ (J*B), বোর্ডবাজার, মহদীপুর, পলাশবাড়ী, গাইবান্ধা (নবায়ন) আয়াত ব্রিকস, ঠুটিয়াপুকুর, পলাশবাড়ী, গাইবান্ধা। বন্ধ, মেসার্স মন্ডল ব্রিকস (MMB), গড়িয়া, ঢোলভাঙ্গা, পলাশবাড়ী, গাইবান্ধা (নতুন)। এফ জে ব্রিকস-২ (MMZ), ঠুটিয়াপুকুর, পলাশবাড়ী, গাইবান্ধা (নবায়ন) হাজী ব্রিকস-২ (SOB), পার আমলাগাছি, ঢোলভাঙ্গা, পলাশবাড়ী, গাইবান্ধা (বিলবাকি) হাজী ব্রিকস (SOB), পার আমলাগাছি, ঢোলভাঙ্গা, পলাশবাড়ী, গাইবান্ধা (নবায়ন) চৌধুরী ব্রিকস (MCB), বড় গোপালপুর, ঢোলভাঙ্গা, সাদুল্লাপুর, গাইবান্ধা (বিল বাকি) জনতা ব্রিকস (J/B), ঢোলভাঙ্গা, পলাশবাড়ী, গাইবান্ধা (নবায়ন) বাদশা ইটভাটা(BBF), সাকোয়া, ঢোলভাঙ্গা, পলাশবাড়ী গাইবান্ধা (নবায়ন) আলতা ব্রিকস (ALTA), সাকোয়া, ঢোলভাঙ্গা, পলাশবাড়ী গাইবান্ধা (নবায়ন) চৈতালী ব্রিকস (MCB), সাকোয়া, ঢোলভাঙ্গা, পলাশবাড়ী গাইবান্ধা (নবায়ন) কে জি বি-১ ব্রিকস (KGB), জগৎরায়, গোপালপুর, সদর, গাইবান্ধা (নতুন) টাটা ব্রিকস (TATA), ভাটপাড়া, রামচন্দ্রপুর, সদর, গাইবান্ধা (নতুন) এস এস ব্রিকস-২ (SSB), হরিণাবাড়ি, পলাশবাড়ী, গাইবান্ধা (নবায়ন) এবং মেসার্স এম এস এন ব্রিকস (MSN), নাকাইহাট, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা (বিল বাকি)
প্রতিষ্ঠান গুলোকে লাইসেন্স গ্রহণ, নবায়ন এবং বকেয়া বিল প্রদানের জন্য এক সপ্তাহ সময় দেয়া হয়। লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য ব্রিক্রয় বিতরণ করলে নিয়মিত মামলা দায়ের করা হবে সতর্ক করা হয়।