আগামীর লড়াই হবে ভাগ্যহত মানুষের মুখে হাসি ফোটানোর লড়াই——–শিমুল বিশ্বাস

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি সংগঠন সংবাদ

কাফরুল থানার আয়োজিত কর্মী সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এবং শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস।


বিজ্ঞাপন

 

নিজস্ব প্রতিবেদক  :  বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এবং শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, আমাদের আগামীর লড়াই হবে, শ্রমিক শ্রেণির নেতৃত্বে এই দেশের সকল ঝঞ্জাল, শোষণ আর বঞ্চনা ভেঙ্গে উন্নত বাংলাদেশ গঠন করে দেশের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোর লড়াই।


বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুরের বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কাফরুল থানার আয়োজিত কর্মী সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন

তিনি বলেন, স্বাধীনতার জন্য এবং ভাগ্য বদলের জন্য ব্রিটিশের সাথে পৌঁনে দুইশ বছর এবং পাকিস্তানের সাথে ২৩ বছর লড়াই করেছিলাম। আর এই ওয়ান-ইলিভেনের বিরুদ্ধে লড়াই, ফ্যাসিবাদী হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে প্রায় দীর্ঘ দুই দশকের লড়াই আমাদের নতুন এক অভিজ্ঞতা হয়েছে। আর দেশ স্বাধীনের পর এই ৫৪ বছর আমরা অনেক রক্তাক্ত লড়াই করেছি। সবগুলো লড়াইয়ে শ্রমিক শ্রেণির গবির মানুষ সবচেয়ে ত্যাগ স্বীকার করেছে। দেশ যদিও এগিয়েছে, কিন্তু গরিবের ভাগ্য যত দ্রুত পরিবর্তন হওয়ার দরকার ছিলো, সে ভাবে তা হয়নি। দুঃখে জীবনটা আষ্টে-পিষ্টে বাঁধা রয়েছে। যার জীবন দুঃখে গড়া, তারই তো যন্ত্রণা। দ্রুত তারই শোষণ-বঞ্চনা থেকে মুক্তি দরকার।

শিমুল বিশ্বাস বলেন, যারা বিত্তের মালিক, সম্পদের মালিক, কারখানার মালিক, অর্থের মালিক, ভোগ-বিলাসের মালিক, তাদের সামান্য কিছু কমলে বা কম-বেশি হলে কিছু আসে-যায় না। কিন্তু, দুঃখে যাদের জীবন গড়া, তার উপর একটু চাপ দিলেই জীবনটা অস্থির হয়ে যায়। যখন মানুষ রক্ত এবং জীবনকে উৎসর্গ করার জন্য প্রতিজ্ঞা করে, সেই সমাজে পরিবর্তন অত্যাবশকিয় হয়ে ওঠে। আর যখন গরিব মানুষের প্রতি দরদী মনোভাব নিয়ে নেতৃত্ব এগিয়ে আসে, তখন সেই সমাজের প্রতি আল্লাহর রহমত আসে।

এসময় কাফরুল থানা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ রাশেদুল হাসান রনির সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য মোঃ শরিউদ্দিন আহমেদ শিপন এবং কাফরুল থানা শ্রমিক দলের সদস্য মোঃ শরীফুল ইসলাম ভূঁইয়া রুবেল এর সঞ্চালনায় কর্মী সভার উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক কাজী শাহ্আলম রাজা।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ উজ্জামান মামুন মোল্লা। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন- ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব কামরুল জামান।

শিমুল বিশ্বাস আরও বলেন, পৃথিবীর সে দেশেই শোষণ আর বঞ্চনার অবসান ঘটেছে, যে দেশে শ্রমিক শ্রেণির মানুষ নেতৃত্ব দিয়েছে। যে জনপদের আন্দোলনে শ্রমিক শ্রেণি মুখ্য নেতৃত্ব দিয়েছে, সে জনপদেই বিপ্লব সংগঠিত হয়েছে। শোষণ আর বঞ্চনার অবসান ঘটেছে। এবারের লড়াইয়েও এই দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের প্রায় শতাধিক শ্রমিক নেতা জীবন দিয়েছে।

আজকে এই নগরে যেভাবে শ্রমিক শ্রেণি সু-শৃঙ্খলভাবে, ঐক্যবদ্ধ হচ্ছে, এই বাংলাদেশে শ্রমিক শ্রেণির জাগরণের যে ঢেউ উঠেছে, এই ঢেউ দিয়ে আগামী দিনে ভাগ্যহত মানুষের মুখে হাসি ফোটানোর নেতৃত্ব গড়ে উঠবে। আর উন্নত বাংলাদেশ গঠনের জন্য আমাদের নেতৃত্ব দেওয়ার মতো উপযুক্ত ভাবে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, শ্রমিক দল প্রচার সেলের ক্রু-স্টাফ মেম্বার মেহেদী হাসান রিয়াদ, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক লায়ন ফরিদ আহমেদ, যুগ্ম-আহ্বায়ক ফরহাদ হোসেন বুলেট, শফিক আহমেদ চৌধুরী অপু, মোসলেহ উদ্দিন বাবুল পন্ডিত।

এসময় কাফরুল থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদসহ শ্রমিক দলের বিভিন্ন ইউনিট এবং ওয়ার্ডের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *