প্রাইম ব্যাংক ও বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির উদ্যোগে ব্যাংকান্সুরেন্স বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বানিজ্য বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক   : প্রাইম ব্যাংক পিএলসি. এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি (বিআইএ)-এর উদ্যোগে তিনদিন ব্যাপী ব্যাংকান্স্যুরেন্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর মহাখালীতে অবস্থিতি বিআইএর-এর অফিসে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

নিয়ন্ত্রক সংস্থা, ইন্স্যুরেন্স ও ব্যাংকিং খাতের সিনিয়র অভিজ্ঞরা এই প্রশিক্ষণ পরিচালনা করেন। প্রশিক্ষণে মূলত সম্প্রতি চালু হওয়া ব্যাংকান্স্যুরেন্স বিষয়ে আলোকপাত করা হয় এবং প্রাইম ব্যাংকের ব্রাঞ্চ, প্রায়োরিটি, পেরোল এবং রিটেইল অ্যাসেট টিমের সদস্যরা অংশ নেন।


বিজ্ঞাপন

প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থার (আইডিআরএ) সদস্য (আজীবন) মো. আপেল শাহমুদ। অনুষ্ঠনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কো. লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিএফও প্রবীর চন্দ্র দাস এবং প্রাইম ব্যাংক পিএলসি-এর ইভিপি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ। অনুষ্ঠানে চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন বিআইএ-এর ফ্যাকাল্টি মেম্বার এসএম ইব্রাহীম হোসেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *