সাগর নোমানী, (রাজশাহী) : চলতি ২০২৪-২০২৫ কর বর্ষে কর অঞ্চল -রাজশাহীতে এক লাখের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন। যা কর অঞ্চল রাজশাহীর রেকর্ড। ইতিপূর্বে অনলাইনে এত বিপুল পরিমাণ জনগোষ্ঠী রাজশাহীতে আয়কর রিটার্ন দাখিল করেনি।

গত ২০২৩-২০২৪ কর বর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছিলেন ৩৬,৭০৮ জন করদাতা। অর্থাৎ অত্র সনে ৫৩ হাজারের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। এই সংখ্যা আগামীতে আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন কর অঞ্চল রাজশাহী।

কর অঞ্চল রাজশাহীর কমিশনার জনাব মোঃ আবু সাঈদ সোহেল দায়িত্ব গ্রহণের পর অনলাইনে রিটার্ন দাখিল উদ্বুদ্ধ করণের অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি),রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট),রাজশাহী,রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক(রাকাব) সহ কর অঞ্চল রাজশাহীর অধিক্ষেত্রাধীন পাবনা,নাটোর, নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিভিন্ন সরকারী – বেসরকারী প্রতিষ্ঠানে করবান্ধব পরিবেশ সৃষ্টি ও হয়রানীমুক্ত পরিবেশে অনলাইনে রিটার্ন দাখিলের বিষয়ে সভা -সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন করেন।ফলে সকল পর্যায়ের করদাতা স্বাচ্ছন্দ্যে অনলাইনে রিটার্ন দাখিল করেন।

উল্লেখ্য যে, ২০২৪ -২০২৫ কর বর্ষে সমগ্র বাংলাদেশে বিশ লক্ষাধিক করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন।সেখানে দেখা যায়,কর অঞ্চল রাজশাহীতে অনলাইনে রিটার্ন দাখিল হয়েছে এক লক্ষাধিক। যা কর অঞ্চল রাজশাহীর বাজেট লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর অঞ্চল রাজশাহীর কমিশনার জনাব মোঃ আবু সাঈদ সোহেল অনলাইনে রিটার্ন দাখিলের জন্য এবং রিটার্ন দাখিলে সহযোগিতার জন্য সম্মানিত করদাতাগণ, বিশিষ্ট ব্যবসায়ীগণ,আয়কর আইনজীবী সমিতির সদস্যগণ এবং আয়কর বিভাগের কর্মকর্তা, কর্মচারীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
কর অঞ্চল রাজশাহীর কমিশনার জনাব মোঃ আবু সাঈদ সোহেল আরও জানান যে, জনগণ যেন কোন প্রকার হয়রানি ছাড়া ঘরে বসে নিজের রিটার্ন নিজে দাখিল করবেন আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।দেশের কোন জনগণ যেন বলতে না পারে আয়কর রিটার্ন দাখিল করতে আমরা হয়রানির শিকার হচ্ছি।গ্লোবালাইজেশনের যুগে অফিসে এসে রিটার্ন দাখিল করার দরকার নেই।ঘরে বসেই নিজের রিটার্ন নিজে দাখিল করুক সেটাই আমাদের প্রত্যাশা।