
সংঘাতকে পরিহার করে শান্তি পূর্ণ আলোচনার মাধ্যমে সমঝোতা করাই উভয় রাষ্ট্রের জন্য মঙ্গল। প্রতিবেশী রাষ্ট্রে যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি পেলে প্রতিবেশী পামাপাশি রাষ্ট্রসমূহেও এর প্রভাব পড়বে। আমরা এই সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা বিভিন্ন যুদ্ধে লক্ষ্য করেছি এহেন কর্মকান্ডে সাধারণ জনগনের জান মালের ক্ষতি সবচেয়ে বেশি হয়, কিন্তু যুদ্ধের উস্কানীদাতা ও অপরাপর মোড়লদের কোন ক্ষতি হয় না। তাই উভয় দেশের জনগনের জান মাল রক্ষার্থে সংঘাতের মাধ্যমে নয় শান্তি পূর্ণ আলোচনাই একমাত্র সমাধান

তিনি আরও বলেন- এহেন পরিস্তিতিতে জাতিসংঘের প্রস্তাব মেনে কাশ্মীরে পক্ষপাত মুক্ত গণভোট দিয়ে কাশ্মীরি জনগণকে তাদের ভাগ্য অধিকার প্রদানই ভারতীয় উপমহাদেশে স্থায়ী শান্তির আবহ সৃষ্টি করতে পারে। তাই যুদ্ধ নয় শান্তি, সংঘাত নয় আলোচনা, শত্রুতা নয় বন্ধুত্ব এবং বৈরীতা দিতে নয় সহযোগিতাই শান্তিপূর্ণ সহাবস্থানের মূল মন্ত্র।

হযরত পীর সাহেব কেবলা সংশ্লিষ্ট মহল সহ বিশ্ব নেতাদের প্রতি এতদঞ্চলে শান্তি ও নিরাপত্তা এবং যুদ্ধমুক্ত বিশ্ব উপহার দিতে কার্যকর ভূমিকা রাখতে আহ্বান জানান।
