ভুয়া রাজনৈতিক পরিচয়ে টোল আদায়  : কাগজ চাওয়ায় পালিয়ে গেলেন কথিত জাতীয়তাবাদী তরুণ দলের  ‘নায়েব আলী মন্ডল’

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  : আজ ২ জুলাই, সকাল ৯টায়  রাজধানীর ডেমরা এলাকায় নায়েব আলী মন্ডল নামের এক ব্যক্তি  মাতুয়াইল, ডেমরা, বাদশা মিয়া রোডের মাথা, দি ওয়ান রেস্টুরেন্ট সংলগ্ন মহিলা মাদ্রাসার সামনে  নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে টোলের নামে প্রকাশ্য চাঁদাবাজিতে লিপ্ত হন।


বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু সঙ্গীসহ নায়েব আলী রিকশা ও অটোরিকশা চালকদের কাছ থেকে গাড়ি প্রতি ৩০ টাকা করে টোল আদায়ের নামে চাঁদা তুলছিলেন। তাকে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, “শৈলী এন্টারপ্রাইজ”-এর নির্দেশনায় টাকা তোলা হচ্ছে। প্রত্যেক ইউনিফর্মের পেছনে শৈলী এন্টারপ্রাইজ নামীয় লেখা এবং ইজারাদারের নাম সহ উল্লেখ করা আছে।


বিজ্ঞাপন

তবে সিটি করপোরেশনের কোনো প্রতিনিধির উপস্থিতি না থাকা, টোল আদায়ের সুনির্দিষ্ট কাগজপত্র দেখাতে না পারা, এবং পুরো কর্মকাণ্ডে আইনি কোনো ভিত্তি না থাকায়, এলাকাবাসী ও চালকরা বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তখন কাগজ চাওয়ায় একে একে তার সঙ্গীরা সরে পড়ে। সবশেষে নায়েব আলী নিজেও পালিয়ে যান।


বিজ্ঞাপন

তদন্তে জানা গেছে , ওই ব্যক্তি নিজেকে জাতীয় প্রেসক্লাবের সদস্য বলেও দাবি করেছেন। তবে প্রশ্ন উঠেছে —“বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল” নামে আদৌ কোনো নিবন্ধিত রাজনৈতিক সংগঠন আছে কি না?  না থাকলে, তিনি ও তার সঙ্গীরা কাদের ছত্রছায়ায় এই অপকর্ম করে চলেছেন?


বিজ্ঞাপন

এলাকাবাসীর দাবি, এ ধরনের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে টোল ও চাঁদাবাজি করা একটি সংগঠিত প্রতারণা চক্রের কাজ।

এবিষয়ে এলাকার সাধারণ জনগণ  বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছেন, যদি “জাতীয়তাবাদী তরুণ দল” নামে কোনো স্বীকৃত সংগঠন না থাকে, তাহলে এই নাম ভাঙিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারী চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *