ঝালকাঠিতে এইচএসসি পরীক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর বরিশাল বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

রিয়াজুল ইসলাম বাচ্চু, (ঝালকাঠি) :  ঝালকাঠি সদরের নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. রমজানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে সহপাঠীরা।


বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে কলেজের সামনে শত শত শিক্ষার্থী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
অভিযোগ রয়েছে, গত ২৪ আগস্ট বিকেলে পূর্ব শত্রুতার জেরে সহপাঠী কাওসারসহ ৫ থেকে ৬ জন রমজানের ওপর হামলা চালায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেলে, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক।


বিজ্ঞাপন

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *