নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, সন্ত্রাস, চাদাঁবাজ, দুর্নীতিবাজ ও দলবাজমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যেই জাতীয় পার্টির রাজনীতি।
মঙ্গলবার রাজধানীর উত্তরায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বাসভবনে জামালপুর জেলা জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
জি এম কাদের বলেন, পল্লীবন্ধু এইচ এম এরশাদের স্বপ্নের ক্ষুধা, দারিদ্য মুক্ত নতুন বাংলাদেশ গড়তে দুর্বার বেগে এগিয়ে যাচ্ছে জাতীয় পার্টি।
তিনি বলেন, সাফল্যের সঙ্গে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ জাতীয় পার্টির দিকে দেশের মানুষ তাকিয়ে রয়েছে। তাই দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের নির্দেশ দেন জাপা চেয়ারম্যান। জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া।