ময়মনসিংহে সাবলেট ভাড়ার ফাঁদে শিক্ষার্থী : দুই তরুণী আটক

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন ময়মনসিংহ সারাদেশ

মোঃ আব্দুল কাদের (ময়মনসিংহ)  : ময়মনসিংহ শহরে সাবলেট ভাড়ার প্রলোভন দেখিয়ে নাজমুল হাসান নাঈম (২০) নামে এক কলেজছাত্রকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই করেছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় পুলিশ দুই তরুণীকে আটক করেছে।


বিজ্ঞাপন

ভুক্তভোগী নাঈম ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভূরারবাড়ী গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
নাঈম জানান, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুকের ‘টু লেট ময়মনসিংহ’ গ্রুপে সাবলেট ভাড়ার বিজ্ঞাপন দেখে বাসা দেখতে যান।

নগরের গুলকিবাড়ী এলাকার ফখরুজ্জামান টাওয়ারের দ্বিতীয় তলায় বাসায় প্রবেশের পরপরই চারজন নারী ও চারজন যুবক তাকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর শুরু করে। এ সময় তার আইফোন, ল্যাপটপ ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। পরে জোরপূর্বক এটিএম বুথ থেকে আরও ২০ হাজার টাকা তুলিয়ে নেয় চক্রের সদস্যরা।


বিজ্ঞাপন

তিনি আরও অভিযোগ করেন, তাকে জোর করে একটি লিখিত জবানবন্দি দিতে বাধ্য করা হয় যেন প্রমাণ করা যায় যে তিনি সেখানে “খারাপ কাজে” গিয়েছিলেন। পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।


বিজ্ঞাপন

এ ঘটনায় শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাঈম বাদী হয়ে দুই তরুণীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেন। পরে তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

পুলিশ জানায়, অভিযানের মাধ্যমে ওই বাসা থেকে দুই তরুণীকে আটক করা হয়েছে। তারা হলেন—সাদিয়া জাহান ওরফে মেঘলা (২১) এবং ফারিয়া আক্তার ওরফে পায়েল (১৯)। তাদের দুজনের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায়। এর মধ্যে সাদিয়া জাহান ময়মনসিংহ কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেছেন এবং ফারিয়া আক্তার স্থানীয় এক কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তাদের জিম্মা থেকে ভুক্তভোগীর ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, “এই চক্রে অন্তত চার তরুণী ও চার তরুণের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। আটক দুই তরুণীকে গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হয়।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *